৭ লক্ষ কর্মীর চিঠি, কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা কমাবে কেন্দ্র?

কেন্দ্র হোক বা রাজ্য, কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর পেনশনের উপর নির্ভর করে আছেন লক্ষ লক্ষ কর্মী। তবে পেনশন পাওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা থাকে। সে বিষয়েই চিন্তিত সরকারি কর্মীরা।

Soumya Gangully | Published : Jan 12, 2025 12:34 PM
110
কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা কমানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন

কেন্দ্রীয় সরকারের কর্মীদের পক্ষ থেকে কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা কমানোর জন্য আবেদন জানানো হল। তবে কেন্দ্র এই আবেদনে সাড়া দেবে কি না স্পষ্ট নয়।

210
কমিউটেড পেনশনের সময়সীমা নিয়ে কেন উদ্বিগ্ন হয়ে উঠেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা?

কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর নিয়মিত ব্যবধানে টাকা পাওয়ার পরিবর্তে এককালীন মোটা টাকা পাওয়াই হল কমিউটেড পেনশন। এ বিষয়েই এবার জটিলতা তৈরি হয়েছে।

310
কেন্দ্রীয় সরকারের প্রায় ৭ লক্ষ কর্মচারীর পক্ষ থেকে কমিউটেড পেনশনের বিষয়ে চিঠি দেওয়া হয়েছে

কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, প্রায় ৭ লক্ষ কর্মচারী কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা কমানোর আবেদন জানিয়ে ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথনকে চিঠি দিয়েছেন।

410
কমিউটেড পেনশন নিয়ে আবেদন কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কারের

কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কারের পক্ষ থেকে কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা কমানোর আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

510
কমিউটেড পেনশনের বিষয়ে ১৯৮৬ সালের আইন বদলের আবেদন কেন্দ্রীয় সরকারি কর্মীদের

কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কারের পক্ষ থেকে বলা হয়েছে, ১৯৮৬ সালে যে নিয়ম ছিল, গত ৩৮ বছরে তার তুলনায় সুদের হার, মৃত্যুর হার-সহ অনেক কিছুই বদলে গিয়েছে। এই কারণে প্রায় চার দশক আগে তৈরি হওয়া পেনশন কমিউটেশনের নিয়মগুলি নতুন করে ভেবে দেখা দরকার।

610
পঞ্চম বেতন কমিশনের রিপোর্টে কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা কমানোর সুপারিশ

পঞ্চম বেতন কমিশনের রিপোর্টে বলা হয়েছে, কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১২ বছর করে দেওয়া উচিত। কেন্দ্রীয় সরকারি কর্মীরা পঞ্চম বেতন কমিশনের সুপারিশের কথা উল্লেখ করেছেন।

710
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কি পেনশন সংক্রান্ত ৪ দশকের পুরনো নিয়ম বাতিল করা হবে?

কেন্দ্রীয় সরকার পঞ্চম বেতন কমিশনের সুপারিশ এবং কর্মীদের সংগঠনের আবেদন মেনে নেবে বলে আশা তৈরি হয়েছে।

810
কেন্দ্রীয় সরকারের আগেই একাধিক রাজ্য সরকার কমিউটেড পেনশনের নিয়মে বদল এনেছে

গুজরাট সরকার কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা ১৫ বছর থেকে কমিয়ে ১২ বছর করেছে। কেরল সরকার ১২ বছর করেছে। ফলে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ছে।

910
কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত সুদের হারে সমতা আনার আবেদনও জানানো হয়েছে

কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন ৮% সুদ পান। কিন্তু এলআইসি এবং অন্যান্য আর্থিক সংস্থার পক্ষে থেকে পেনশনভোগীদের ৬.১% সুদ দেওয়া হয়। এই কারণে পেনশনভোগীদের স্বার্থে কেন্দ্রীয় সিভিল সার্ভিসের (কমিউটেশন অফ পেনশন) রুল, ১৯৮১-এ সংশোধনের দাবি উঠেছে।

1010
সারা দেশের কোটি কোটি মানুষ পেনশনের উপর নির্ভর করে দিন গুজরান করছেন

সংসার চালানোর জন্য দেশের লক্ষ লক্ষ পরিবার মাসের শুরুতে পেনশনের টাকা পাওয়ার অপেক্ষায় থাকে। এই কারণে পেনশন ব্যবস্থায় কোনওরকম বদল এলে তাঁদের জীবনের উপর প্রভাব পড়বে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos