110

সুখবর সরকারি কর্মীদের জন্য
চলতি বছর একের পর এক সুখবর পাচ্ছে সরকারি কর্মীরা। সুপারিশ করা হয়েছে অষ্টম বেতন কমিশনের । এবার ডিএ নিয়ে বড় খবর পেতে পারেন।
210
ডিএ ঘোষণা
সূত্রের খবর মার্চ মাসেই একপ্রস্থ ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করা হতে পারে সরকারি কর্মীদের জন্য।
310
মার্চে ডিএ ঘোষণা
সূত্রের খবর মার্চ মাসে অর্থাৎ হোলির আগেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হতে পারে। এবারও তিন শতাংশ ডিএ বাড়াতে পারে বলেও সূত্রের খবর।
410
কার্যকর হবে
জানুয়ারি মাস থেকেই এই এই বর্ধিত ডিএ বা মহার্ঘ ভাতা কার্যকর হবে। অর্থাৎ এক সঙ্গে তিন মাসের ডিএ একই সঙ্গে পাবেন সরকারি কর্মীরা।
510
২বার ডিএ বৃদ্ধি
কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুইবার ডিএ বৃদ্ধি করতে পারে। ১ জানুয়ারি আর ১ জুলাই। শেষ ডিএ বৃদ্ধি করা হয়েছিল অক্টোবর মাসে, দীপাবলির সময়।
610
বর্তমান ডিএ
কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। পেনশনভোগীরও একই হাতে ডিআর বা মহার্ঘ ত্রাণ পেয়ে থাকেন।
710
৫৬ শতাংশ ডিএ?
এবারও কেন্দ্রীয় সরকার যদি তিন শতাংশ ডিএ বাড়ায় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৬ শতাংশ হারে ডিএ পাবেন।
810
ঘোষণা কবে?
কেন্দ্রীয় সরকার সূত্রের খবর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে না হলে মার্চ মাসে ডিএ ঘোষণা করা হতে পারে।
910
মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
২৬ ফেব্রুয়ারি বুধবার মন্ত্রিসভার বৈঠক হবে। এরপর সরকার কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করতে পারে।
1010
বকেয়া ডিএ নয়
কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, কোভিডের সময় ১৮ মাসের বকেয়া ডিএ দেওয়া হবে না। সরকার এই বিষয়ে বিবেচনা এখনও করেনি বলেও জনিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।