এই প্রকল্পের আওতায় এবার ১ হাজার বা ২ হাজার নয়, কড়কড়ে ৭ হাজার টাকা দেবে মোদী সরকার।
49
দশম শ্রেণী পাস করলেই মিলবে এই টাকা। ক্লাস টেন পাশ হলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে বয়সের একটা বড় সীমা রয়েছে।
59
১৮ বছর বয়স থেকে ৭০ বছরের মহিলারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। অনলাইন বা অফলাইন দুই ভাবেই এই প্রকল্পে আবেদন করা যাবে।
69
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আবেদন করতে পারবেন। আবেদনের জন্য https://licindia.in/hi/test2 এই লিঙ্কে যেতে হবে।
79
বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র ও মাধ্যমিক পাশের সার্টিফিকেট ও সেলফ অ্যাটেস্টেড কপি-সহ এই স্কিমে আবেদন করতে হবে বলে জানা গিয়েছে।
89
এই নতুন স্কিমের নাম 'বিমা সখী যোজনা'। দশম শ্রেণি পাশ করলেই ৭ হাজার টাকা করে পাবেন মহিলারা।
99
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এলআইসি)-এর উদ্যোগে নেওয়া হয়েছে এই নতুন স্কিম। এই যোজনার আওতায় মহিলারা বিশেষ প্রশিক্ষণ এবং প্রথম তিন বছর পর্যন্ত ভাতাও পাবেন।