লক্ষ্মীর ভাণ্ডারকে দুর্দান্ত টেক্কা! মেয়েদের মাসে ৭ হাজার টাকা দেবে কেন্দ্র, কীভাবে আবেদন করবেন?

Published : Feb 17, 2025, 11:30 AM IST

এই ভাবে আবেদন করলেই সঙ্গে সঙ্গে টাকা ঢুকবে অ্যাকাউন্টে! রইল বিশদ বিবরণ

PREV
19

এবার লক্ষ্মীর ভাণ্ডারকে দুর্দান্ত টেক্কা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। দারুণ চমক দিলেন নরেন্দ্র মোদী।

29

এবার দারুণ প্রকল্প আনল মোদী সরকার। এবার মেয়েদের ৭০০০ টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার।

39

এই প্রকল্পের আওতায় এবার ১ হাজার বা ২ হাজার নয়, কড়কড়ে ৭ হাজার টাকা দেবে মোদী সরকার।

49

দশম শ্রেণী পাস করলেই মিলবে এই টাকা। ক্লাস টেন পাশ হলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে বয়সের একটা বড় সীমা রয়েছে।

59

১৮ বছর বয়স থেকে ৭০ বছরের মহিলারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। অনলাইন বা অফলাইন দুই ভাবেই এই প্রকল্পে আবেদন করা যাবে।

69

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আবেদন করতে পারবেন। আবেদনের জন্য https://licindia.in/hi/test2 এই লিঙ্কে যেতে হবে।

79

বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র ও মাধ্যমিক পাশের সার্টিফিকেট ও সেলফ অ্যাটেস্টেড কপি-সহ এই স্কিমে আবেদন করতে হবে বলে জানা গিয়েছে।

89

এই নতুন স্কিমের নাম 'বিমা সখী যোজনা'। দশম শ্রেণি পাশ করলেই ৭ হাজার টাকা করে পাবেন মহিলারা।

99

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এলআইসি)-এর উদ্যোগে নেওয়া হয়েছে এই নতুন স্কিম। এই যোজনার আওতায় মহিলারা বিশেষ প্রশিক্ষণ এবং প্রথম তিন বছর পর্যন্ত ভাতাও পাবেন।

click me!

Recommended Stories