কেন্দ্রীয় কর্মীদের জন্য জোড়া সুখবর, DA বৃদ্ধির ঘোষণার পর বাড়ছে আরও এক ভাতা, রইল বিস্তারিত

Published : Oct 07, 2025, 10:54 AM IST

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের সুখবর। সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করে মোট ডিএ ৫৮ শতাংশ করেছে। এর পাশাপাশি, ডাক বিভাগের কর্মীদের জন্য পোশাক ভাতার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে, যা নতুন ও অবসরপ্রাপ্ত কর্মীদের আনুপাতিক হারে দেওয়া হবে।

PREV
15

DA বৃদ্ধির পর ফের দারুণ খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। এবার মিলবে আরও বড় উপহার। সদ্য ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। দিওয়ালির আগেই মিলেছে সুখবর। এবার প্রকাশ্যে এল আরও এক ভাতা বৃদ্ধির খবর। জেনে নিন বিস্তারিত।

25

সদ্য কেন্দ্রীয় কর্মীদের ডিএ ঘোষণা হয়েছে। ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছে কেন্দ্র। বর্তমানে কর্মীরা ৫৫ শতাংশ হাতে ডিএ পান। যা বৃদ্ধি করে হবে ৫৮ শতাংশ। এই ডিএ বৃদ্ধির খবরে খুশির হাওয়া সর্বত্র। এরই মাঝে প্রকাশ্যে এল আরও বড় চমক। এবার ডিএ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে আরও এক ভাতা। যার দ্বারা ফের উপকৃত হবেন কেন্দ্রীয় কর্মীরা।

35

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার কর্মচারী ভাতা সম্পর্কিত একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। সরকার পোশাক ভাতা সংক্রান্ত নিয়ম সংশোধন করেছে। নতুন নির্দেশিকা অনুসারে, ১ জুলাই ২০২৫-র পরে যোগদানকারী নতুন কর্মীরা এর সুবিধা পাবেন। ডাক বিভাগে এই বিষয় একটি নতুন আদেশ জারি করেছে। যা অবসকরপ্রাপ্ত এবং নতুন নিয়োগ প্রাপ্ত কর্মচারীদের পরিস্থিতি স্পষ্ট করেছে।

45

২৪ সেপ্টেম্বর জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, বছরের মাঝামাঝি সময় যোগদানকারী বা অবসর গ্রহণকারী কর্মচারীদের এখন থেকে আনুপাতিক হারে পোশাক ভাতা দেওয়া হবে। এতে ভাতা বাবদ প্রাপ্ত অর্থের পরিমাণ যে বাড়বে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

55

এদিকে চলতি বছরে তৃতীয়বার জন্য ডিএ বৃদ্ধি হয়েছে। মার্চ মাসে বেড়েছিল ২ শতাংশ। জুলাই মাসে বেড়েছিল ৩ শতাংশ। ফের বড়তে ৩ শতাংশ ডিএ। মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচের সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে সরকারের এই পদক্ষেপ। এই ধারণা সর্বত্র।

Read more Photos on
click me!

Recommended Stories