বৃহস্পতিবার এয়ার মার্শাল আরকেএস ভাদৌড়িয়াকে নয়া বায়ুসেনা প্রধান হিসেবে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার। বর্তমানে ভাদৌড়িয়া উপপ্রধান পদে রয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বর বিএস ধানোয়ার স্থলাভিষিক্ত হবেন তিনি। তবে তাঁর এই বাছাই নিয়ে সংশ্লিষ্ট মহলে বিস্ময় তৈরি হয়েছে।
৩০ সেপ্টেম্বর বর্তমান বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া অবসর নেবেন। সেই একই দিনে অবসর নেওয়ার কথা আরকেএস ভাদৌড়িয়া-রও। ফলে স্বাভাবিকভাবেই তাঁকে পরবর্তী বায়ুসেনা প্রধান করা হব, এই কথা কেউই ভাবতে পারেননি। এখন, বায়ুসেনার নিয়ম অনুযায়ী প্রধান পদে অন্তত তিন বছর অথবা ৬২ বছর বয়স অবধি কাজ করা যায়। যে সময়টা আগে আসবে সেটাকে নেওয়া হবে। বর্তমানে ৬০ বছর বয়স ভাদৌড়িয়া-র। ফলে তিনি দুই বছরের জন্যই বায়ুসেনা প্রধান পদে থাকবেন।
বায়ুসেনার জীবনে ভাদৌড়িয়া কীর্তির শেষ নেই। পুনের জাতীয় প্রতিপক্ষ অ্য়াকাডেমি থেকে তিনি পাশ করেছিলেন। তারপর থেকে গত ৩৬ বছরের কেরিয়ারে একের পর এক সম্মান পেয়েছেন। ৪২৫০ ঘন্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা আছে তাঁর। ২৬ ধরণের যুদ্ধবিমান চালাতে পারেন তিনি।