পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষিত-নরেন্দ্র মোদী সরকারের চমক- তালিকায় মুলায়ম সিং যাদব সহ ১০৫ জন

দিলীপ মহলানবিস এবং মুলায়ম সিং যাদবকে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কুমার মঙ্গলম বিড়লা এবং সুধা মূর্তি পদ্মভূষণে ভূষিত হয়েছেন।

Web Desk - ANB | Published : Jan 25, 2023 5:36 PM IST

৭৪ তম প্রজাতন্ত্র দিবসের আগে, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বুধবার ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, মর্যাদাপূর্ণ পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা ঘোষণা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১০৬টি পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন- এর মধ্যে ৬টি পদ্মবিভূষণ, ৯টি পদ্মভূষণ এবং ৯১টি পদ্মশ্রী পুরস্কার রয়েছে।

দিলীপ মহলানবিস এবং মুলায়ম সিং যাদবকে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কুমার মঙ্গলম বিড়লা এবং সুধা মূর্তি পদ্মভূষণে ভূষিত হয়েছেন। আরআরআর-এর 'নাটু নাটু' গানের সুরকার এমএম কিরাভানি, শিল্পকলার ক্ষেত্রে পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন।

এখানে সম্পূর্ণ তালিকা দেওয়া হল

পদ্ম বিভূষণ (৬)

১. মুলায়ম সিং যাদব (মরণোত্তর)

২. বালকৃষ্ণ দোশী (মরণোত্তর)

৩. জাকির হোসেন

৪. এস এম কৃষ্ণ

৫. দিলীপ মহলানবিস (মরণোত্তর)

৬. শ্রীনিবাস বরাধন

পদ্মভূষণ (৯)

১. এস এল ভৈরপ্পা

২. কুমার মঙ্গলম বিড়লা

৩. দীপক ধর

৪. বাণী জয়রাম

৫. স্বামী চিন্না জেয়ার

৬. সুমন কল্যাণপুর

৭. কপিল কাপুর

৮. সুধা মূর্তি

৯. কমলেশ ডি প্যাটেল

পদ্মশ্রী (৯১)

সুকামা আচার্য

যোধাইয়াবাই বগা

প্রেমজিৎ বড়িয়া

উষা বার্লে

মুনীশ্বর চাঁদদাওয়ার

হেমন্ত চৌহান

ভানুভাই চিতারা

হিমোপ্রোভা চুটিয়া

নরেন্দ্র চন্দ্র দেববর্মা (মরণোত্তর)

সুভদ্রা দেবী

খদ্দর বল্লী দুদেকুল

হেম চন্দ্র গোস্বামী

প্রীতিকানা গোস্বামী

রাধাচরণ গুপ্ত

মোদাদুগু বিজয় গুপ্ত

আহমেদ হুসেন ও মোহাম্মদ হুসেন (দুয়ো)

দিলশাদ হোসেন

ভিকু রামজী ইদাতে

সি আই ইশাক

রতন সিং জাগ্গি

বিক্রম বাহাদুর জামাতিয়া

রামকুইওয়াংবে জেনে

রাকেশ রাধেশ্যাম ঝুনঝুনওয়ালা (মরণোত্তর)

রতন চন্দ্র কর

মহিপত কবি

এম এম কিরাভানি

আরিজ খাম্বাত্তা (মরণোত্তর)

পরশুরাম কোমাজি খুনে

গণেশ নাগাপ্পা কৃষ্ণরাজনগর

মাগুনি চরণ কুয়ানর

আনন্দ কুমার

অরবিন্দ কুমার

ডোমার সিং কুনভার

রাইজিংবোর কুরকালং

হীরাবাই লবি

মূলচাঁদ লোধা

রানী মাছাইয়া

অজয় কুমার মান্ডবী

প্রভাকর ভানুদাস মান্ডে

গজানন জগন্নাথ মানে

অন্তর্যামি মিশ্র

নাদোজা পিণ্ডিপাপানাহল্লি মুনিভেঙ্কটপ্পা

অধ্যাপক (ড.) মহেন্দ্র পাল

উমা শঙ্কর পান্ডে

রমেশ পারমার ও শান্তি পারমার (ডুও)

নলিনী পার্থসারথি

হনুমন্ত রাও পাসুপুলেটি

রমেশ পতঙ্গে

কৃষ্ণা প্যাটেল

কে কল্যাণসুন্দরম পিল্লাই

ভি পি আপ্পুকুত্তান পডুভাল

কপিল দেব প্রসাদ

এস আর ডি প্রসাদ

শাহ রাশেদ আহমদ কাদরী

সি ভি রাজু

বক্সী রাম

চেরুভায়াল কে রমন

সুজাতা রামদোরাই

আব্বারেডি নাগেশ্বর রাও

পরেশভাই রাথওয়া

বি রামকৃষ্ণ রেড্ডি

মঙ্গলা কান্তি রায়

কে সি রানরেমসঙ্গী

ভাদিভেল গোপাল ও মাসি সদাইয়ান (ডুও)

মনোরঞ্জন সাহু

পতায়াত সাহু

ঋত্বিক সান্যাল

কোটা সচ্চিদানন্দ শাস্ত্রী

শঙ্কুরাত্রি চন্দ্র সেখর

কে শানথোইবা শর্মা

নেকরাম শর্মা

গুরচরণ সিং

লক্ষ্মণ সিং

মোহন সিং

থাউনাওজম চাওবা সিং

প্রকাশ চন্দ্র সুদ

নেহিনুও সোরহি

জনুম সিং সোয়ে ড

কুশোক থিকসে নাওয়াং চাম্বা স্তানজিন

এস সুব্বারমন

মোয়া সুবং

পালাম কল্যাণ সুন্দরম

রাভিনা রবি ট্যান্ডন

বিশ্বনাথ প্রসাদ তিওয়ারি

ধনীরাম টোটো

তুলা রাম উপ্রেতি

গোপালসামি ভেলুচামি

ঈশ্বর চন্দর ভার্মা

কুমি নরিমান ওয়াদিয়া

কর্মা ওয়াংচু (মরণোত্তর)

গোলাম মুহাম্মদ জাজ

Share this article
click me!