১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান-3, এমনই আশা করছেন বিজ্ঞানীরা। এটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) দ্বারা পরিচালিত ভারতের তৃতীয় চন্দ্র অভিযান। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা দেওয়ার নজির গড়তে চলেছে ভারত। সম্পূর্ণ বিশ্বে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছবে আমাদের দেশ, সমগ্র মানব জাতির ইতিহাসে এ এক অনন্য পদক্ষেপ।