Chandrayaan 3: 'চাঁদে হয়ত ততক্ষণে চোখ মেলবে ওরা...', চন্দ্রযান-৩-নিয়ে বড় আপডেট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

আদৌ কি নতুন করে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে ল্যান্ডার বিক্রম আর রোভার প্রজ্ঞানের সঙ্গে? শুক্রবারই চূড়ান্ত পরীক্ষা। এই পরিস্থিতিতে এবার এই নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

চাঁদের রাত্রিদশা কাটিয়ে ভোরের আলোয় চোখ খুলবে চন্দ্রযান-৩। এই মুহূর্তে ইসরোর বিজ্ঞানীদের সবচেয়ে বড় চিন্তা, আদৌ কি নতুন করে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে ল্যান্ডার বিক্রম আর রোভার প্রজ্ঞানের সঙ্গে? শুক্রবারই চূড়ান্ত পরীক্ষা। এই পরিস্থিতিতে এবার এই নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী?

Latest Videos

বৃহস্পতিবার রাজ্যসভায় বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন,'বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভারকে নতুন করে জাগিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে ইসরোর তরফে। আমরা যখন আজ রাতে ঘুমোতে যাব, চাঁদে হয়ত ততক্ষণে চোখ মেলবে ওরা।'

কী জানালেন ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ দেসাই?

ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ দেসাই এবিষয় জানিয়েছেন,'-১২০ থেকে -২০০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল রাতের চাঁদের তাপমাত্রা। ফলে ১৪ দিনের মাথায় স্লিপ মোডে পাঠানো হয়ছিল ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানকে। ২০ সেপ্টেম্বরের পর থেকে ধীরে ধীরে চাঁদে আবার সূর্যালোক পড়তে শুরু করেছে। ২২ সেপ্টেম্বরের মধ্য সোলার প্যানেলগুলি চার্জ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। আমরা আবার ল্যান্ডার এবং প্রজ্ঞানকে জাগিয়ে তুলতে সক্ষম হব।'

গত ২৩ অগাস্ট চাঁদের মাটি ছুঁয়েছিল চন্দ্রযান-৩। তারপর থেকেই চাঁদের দক্ষিণ মেরুতে হেঁটে বেড়াচ্ছিল রোভার প্রজ্ঞান। গত ১৪ দিন আগে চাঁদের রাত্রি দশা শুরু হওয়ার পর থেকেই ঘুমিয়ে আছে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। এবার চন্দ্রযান চাঁদের ১৪ দিনের দিন সময়কালে কি ফের কোনও মিরাকেল হবে? সকলকে চমকে দিয়ে কি আবার জেগে উঠবে ইসরোর চন্দ্রদূত? এবার এই নিয়ে মুখ খুলেছেন চন্দ্রযান ৩-এর প্রজেক্ট ডিরেক্টর। সরোর চন্দ্রযান-৩ মিশনের প্রজেক্ট ডিরেক্টর পালানিভেল ভিরামুথুভেল বলেন,'চাঁদের রাত বড় নিষ্ঠুর। চাঁদে রাত নাম্লে আবহাওয়াও ভয়াবহ রূপ নেয়। তাপামাত্রা নেমে যায় -১৭৫ ডিগ্রি সেলসিয়াসে। এই মারাত্মক ঠান্ডায় ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের কলকব্জা কতটা ঠিক থাকবে সেই নিয়ে আশঙ্কা রয়েছে।'

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর