অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিতের প্রয়াণ! দুঃখ প্রকাশ করে কী বললেন যোগী আদিত্যনাথ?

Published : Feb 12, 2025, 11:03 AM IST
satyendra das death ram mandir chief priest ayodhya pujari 100 rupees

সংক্ষিপ্ত

অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিতের প্রয়াণ! দুঃখ প্রকাশ করে কী বললেন যোগী আদিত্যনাথ?

শেষ নিশ্বাস ত্যাগ করলেন অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। ব্রেন স্ট্রোকের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েকদিন পরেই বুধবার মারা গিয়েছেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর বলে জানা গিয়েছে। লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এসজিপিজিআই) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রধান পুরোহিতের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর শিষ্য প্রদীপ দাস।

প্রদীপ দাস জানিয়েছেন, বৃহস্পতিবার অযোধ্যার সরযূ নদীর ধারে বৃদ্ধ পুরোহিতের শেষকৃত্য সম্পন্ন হবে এবং তাঁর দেহ বর্তমানে লখনউ থেকে পবিত্র শহরে নিয়ে যাওয়া হচ্ছে।

রবিবার ব্রেন স্ট্রোক হওয়ায় হাসপাতালে ভর্তি হন আচার্য সত্যেন্দ্র দাস। আজ সকালে এক বিবৃতিতে এসজিপিজিআই কর্তৃপক্ষ তার সংকটাপন্ন অবস্থার কথা জানায়। বিবৃতিতে বলা হয় যে, প্রধান পুরোহিত ডায়াবিটিস ও উচ্চ রক্তচাপেও ভুগছিলেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর শোকবার্তায় বৃদ্ধ পুরোহিতের মৃত্যু 'অপূরণীয় ক্ষতি' বলে মন্তব্য করেছেন। গত মাসে রামলালার মূর্তির প্রাণ প্রতিস্থাপনের প্রথম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাম মন্দিরের সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। ৮৫ বছর বয়সে পরলোক গমন করেন তিনি।

PREV
click me!

Recommended Stories

মেসির ইভেন্টে সুপার সানডে মুম্বইতে, শচীন জার্সি উপহার দিয়ে লিখলেন 'দিনটা ছিল ১০/১০ '
নিতিন নবীনের নিয়োগ নিয়ে কটাক্ষ বিরোধীদের, কংগ্রেস বলল প্রক্রিয়ার অভাব