১০০০-১২০০ নয় মার্চ থেকে ২৫০০ টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে! মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় বেজায় খুশি মহিলারা

Published : Feb 22, 2025, 10:39 AM ISTUpdated : Feb 22, 2025, 10:48 AM IST

মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য ২৫০০ টাকা মাসিক ভাতার ঘোষণা করেছেন। ৮ মার্চ মহিলা দিবস থেকেই এই ভাতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। 

PREV
111

কেন্দ্র থেকে রাজ্য প্রকল্পের দিক থেকে লাইমলাইটে রয়েছেন মহিলারা। মহিলাদের জন্য ৪-৫ বছরের মধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে মোদী থেকে মমতা।

211

আর এগুলির বেশিরভাগ প্রকল্পেই মাসিক ভাতার সুবিধা রয়েছে। যা মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্তদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে।

311

তবে মাসিক ভাতা দিয়ে যদি আগুন দামে বাজার চলতে থাকে, তবে এই মাসিক প্রকল্পগুলি থেকে পাওয়া সামান্য অর্থে জল গরমও হয়না দিন আনা দিন খাওয়া মানুষগুলোর।

411

তাই এবার লক্ষ্মী ভান্ডারের মতো ১০০০-১২০০ নয় একলাফে ২৫০০ টাকা মাসিক ভাতা পাবেন মহিলারা।

511

ঠিক এমনটাই ঘোষণা করেছেন দিল্লীর নয়া মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। একেবারে লক্ষ্মী ভা্ণ্ডারের ধাঁচে তিনি দ্বিগুণ অর্থ দেবেন তাঁর রাজ্যের মহিলাদের।

611

নির্বাচনের আগে আম আদমির তরফ থেকে ২১০০ টাকা প্রতিমাসে দেওয়ার ঘোষণা করা হয়েছিল। কিন্তু পদ্ম শিবিরর থেকে পাল্টা ২৫০০ টাকা দেওয়ার দাবি করে।

711

বিজেপির থেকে দাবি করা হয়েছিল দিল্লির মনসদে পদ্ম ফুটলেই রাজ্যে মহিলা সমৃদ্ধি যোজনা চালু করা হবে। এই প্রকল্পের আওতায় থাকা মহিলারা প্রতি মাসে ২৫০০ টাকা করে পাবেন।

811

তাই রাজধানীতে শপথ গ্রহণের আগেই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঘোষণা করেছেন ৮ মার্চ মহিলা দিবসের দিনেই মহিলাদের নিজেদের অ্যাকাউন্টে ২৫০০ টাকা ঢুকে যাবে।

911

তিনি আরও বলেন রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা-সহ সকল প্রতিশ্রুতি পূরণ করবো।এখন থেকে এই রাজ্যের কাজ এটাই সেই সঙ্গে প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করা।

1011

দিল্লির মহিলাদের এই টাকা হাতে পাওয়ার ফলে কী বাংলায় লক্ষ্মী ভা্ণ্ডারের ভাতা বাড়বে? প্রশ্ন মা-বোনেদের।

1111

দিল্লির মহিলাদের এই টাকা হাতে পাওয়ার ফলে কী বাংলায় লক্ষ্মী ভা্ণ্ডারের ভাতা বাড়বে? প্রশ্ন মা-বোনেদের।

click me!

Recommended Stories