জানা যাচ্ছে, কমার্শিয়াল এলপিজি-র দাম কমলেও ডোমেস্টিক এলপিজি-র দাম এ বছর ৮ এপ্রিল থেকেই অপরিবর্তিত রয়েছে। এপ্রিল মাসে ডোমেস্টিক এলজিপি-র প্রতি সিলিন্ডারের দাম বেড়েছিল ৫০ টাকা। এর জেরে কলকাতায় ১৪.২ কেজির ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ৮৭৫ টাকা। দেশের এলপিজি গ্রাহকদের মধ্যে ৯০ শতাংশই ডোমেস্টিক।