হাওয়ালায় এসেছে ১৭০ কোটি টাকা, কালোধনের মামলায় ফাঁসল কংগ্রেস

  • এবার সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ
  • হায়দরাবাদের একটি ফার্ম বেনামে কংগ্রেসকে ১৭০ কোটি টাকা দিয়েছে বলে অভিযোগ
  • এই টাকাটা এসেছে হাওয়ালার মাধ্য়মে
  • কংগ্রেস এই সংক্রান্ত কোনও বৈধ নথি দেখাতে পারেনি

 

amartya lahiri | Published : Dec 3, 2019 10:04 AM IST

আইএনএক্স মিডিয়া মামলায় জড়িয়ে ১০০ দিনের উপর তিহার জেলে বন্দি আছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। আরেক দাপুটে কংগ্রেস নেতা কর্নাটকের ডিকে শিবকুমার-ও রয়েছেন ইডির নজরে, আপাতত জামিনে মুক্ত। কিন্তু এবার আর কোনও নেতা নয়, শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের বিরুদ্ধেই আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল। সোমবার কংগ্রেস দলকে শোকজ নোটিশ পাঠালো আয়কর (আই-টি) বিভাগ।

হায়দরাবাদের একটি ফার্মের থেকে কালো টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। এই বিষয়ে কোনও বৈধ কাগজপত্র জমা দিতে পারেনি কংগ্রেস। গত ৪ নভেম্বর এই বিষয়ে কংগ্রেসের প্রতিনিধিদের তলব করেছিল আইটি বিভাগ। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে সেখানে কেউ উপস্থিত হননি।

জানা গিয়েচে, আয়কর বিভাগের এক সাম্প্রতিক অভিযানে তদন্তকারীরা খোঁজ পান হায়দরাবাদের একটি ইনফ্রাস্ট্রাকচার সংস্থা হাওয়ালা চ্যানেলের মাধ্যমে কংগ্রেস-কে ১৭০ কোটি টাকা দিয়েছে। বিভিন্ন সরকারী প্রকল্পে বোগাস বিলিংয়ের মাধ্যমে এই তহবিল পাঠানো হয়। এই বোগাস বিলিং-এর বেশিরভাগই আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশের বিভিন্ন প্রকল্পে করা হয়।

Share this article
click me!