'পাকিস্তানে গেলেই মনে হয় যেন নিজের বাড়িতে আছি', স্যম পিত্রোদার পাক প্রীতিকে কটাক্ষ বিজেপির

Published : Sep 19, 2025, 07:12 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Sam Pitroda News: পাকিস্তান প্রীতি নিয়ে কথা বলতে গিয়ে বিতর্কে জড়ালেন প্রবীণ কংগ্রেস নেতা স্যম পিত্রোদা। কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Sam Pitroda News: বেফাঁস মন্তব্য করে বরাবরই সংবাদ শিরোনামে থাকতে পছন্দ করেন তিনি। ফের বিতর্কিত মন্তব্য করে বিপাকে কংগ্রেস নেতা স্যম পিত্রোদা। তাঁর মন্তব্যে বেজায় অস্বস্তিতে কংগ্রেস শিবির। পাল্টা তুলোধনা গেরুয়া শিবিরের। স্যম পিত্রোদার জন্যই ২৬/১১ হামলায় পাকিস্তানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি কংগ্রেস। তোপ বিজেপির।

ঠিক কী বলেছেন কংগ্রেস নেতা স্যম পিত্রোদা? 
 সর্বভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্যম পিত্রোদার একটি মন্তব্য ভীষণ ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে যে, 'পাকিস্তানে আসলে মনে হয় যেন নিজের বাড়িতেই আছি। নিজের দেশের মধ্যেই আছি।' তার গলাতে একই সুর শোনা গিয়েছে নেপাল-বাংলাদেশ নিয়েও। স্যম পিত্রোদার দাবি, নেপাল কিংবা বাংলাদেশে গেলেও কখনই মনে হয় না তিনি অন্য কোথাও রয়েছেন। বিদেশে রয়েছেন বলে মনে করেন না স্যম পিত্রোদা। আর তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিজেপি সহ প্রধান বিরোধী দলগুলিকে স্যমের এই মন্তব্যকে হাতিয়ার করে একহাত নিয়েছে কংগ্রেসকে। 'হাত' শিবিরের পাকিস্তান প্রীতি নিয়ে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন কংগ্রেস বিরোধী নেতারা।

 

স্যম পিত্রোদাকে কটাক্ষ বিজেপির:-

সমাজ মাধ্যমে স্যম পিত্রোদার এই মন্তব্য ছড়িয়ে পড়তেই কংগ্রেস সহ তাঁকে একহাত নেন বিজেপি। পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি। তিনি বলেন, ''রাহুল গান্ধীর নয়নের মণি, কংগ্রেস ওভারসিজের প্রধান স্যাম পিত্রোদা বলছেন তিনি পাকিস্তানকে নিজের বাড়ির মতো অনুভব করেন। সেই কারণেই মনে হয় ২৬/১১ হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ইউপিএ সরকার কোনও পদক্ষেপ করেনি। আসলে পিত্রোদা পাকিস্তানের খুব প্রিয়।''

 

 

প্রসঙ্গত, কংগ্রেস নেতা স্যম পিত্রোদার এহেন মন্তব্যে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে কংগ্রেসকে। আর তার এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। এমনকি কংগ্রেসকে জাতীয় নিরাপত্তার স্বার্থে ক্ষতিকর বলে তোপ দেগেছে গেরুয়া শিবির।  এমনকি সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেও বিতর্কে জড়িয়েছেন স্যম পিত্রোদা। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল