
Sam Pitroda News: বেফাঁস মন্তব্য করে বরাবরই সংবাদ শিরোনামে থাকতে পছন্দ করেন তিনি। ফের বিতর্কিত মন্তব্য করে বিপাকে কংগ্রেস নেতা স্যম পিত্রোদা। তাঁর মন্তব্যে বেজায় অস্বস্তিতে কংগ্রেস শিবির। পাল্টা তুলোধনা গেরুয়া শিবিরের। স্যম পিত্রোদার জন্যই ২৬/১১ হামলায় পাকিস্তানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি কংগ্রেস। তোপ বিজেপির।
স্যম পিত্রোদাকে কটাক্ষ বিজেপির:-
সমাজ মাধ্যমে স্যম পিত্রোদার এই মন্তব্য ছড়িয়ে পড়তেই কংগ্রেস সহ তাঁকে একহাত নেন বিজেপি। পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি। তিনি বলেন, ''রাহুল গান্ধীর নয়নের মণি, কংগ্রেস ওভারসিজের প্রধান স্যাম পিত্রোদা বলছেন তিনি পাকিস্তানকে নিজের বাড়ির মতো অনুভব করেন। সেই কারণেই মনে হয় ২৬/১১ হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ইউপিএ সরকার কোনও পদক্ষেপ করেনি। আসলে পিত্রোদা পাকিস্তানের খুব প্রিয়।''
প্রসঙ্গত, কংগ্রেস নেতা স্যম পিত্রোদার এহেন মন্তব্যে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে কংগ্রেসকে। আর তার এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। এমনকি কংগ্রেসকে জাতীয় নিরাপত্তার স্বার্থে ক্ষতিকর বলে তোপ দেগেছে গেরুয়া শিবির। এমনকি সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেও বিতর্কে জড়িয়েছেন স্যম পিত্রোদা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।