Himanta Biswa Sarma: গৌরব গগৈ পাকিস্তানে গিয়ে আইএসআই প্রশিক্ষণ নিয়েছেন, বিস্ফোরক হিমন্ত বিশ্বশর্মা

Published : May 18, 2025, 06:59 PM ISTUpdated : May 18, 2025, 07:15 PM IST
Assam CM Himanta Biswa Sarma (photo/ANI)

সংক্ষিপ্ত

Gaurav Gogoi's Pak links: পাকিস্তান-যোগ নিয়ে কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। তিনি ফের বিস্ফোরক অভিযোগ করেছেন।

Himanta Biswa Sarma attacks Gaurav Gogoi: কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের (Gaurav Gogoi) সঙ্গে সরাসরি পাকি্স্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর (Inter-Services Intelligence) যোগ থাকার অভিযোগ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam Chief Minister Himanta Biswa Sarma)। এর আগে তিনি অভিযোগ করেছিলেন, সরকারকে না জানিয়ে পাকিস্তানে গিয়ে দু'সপ্তাহ ছিলেন গগৈ। তাঁর স্ত্রী ভারতে কাজ করার সময় পাকিস্তানের এক এনজিও-র কাছ থেকে বেতন পেতেন। তাঁদের সন্তান ভারতের নাগরিক না বলেও অভিযোগ করেছেন হিমন্ত। তবে এতদিন তিনি সরাসরি গগৈয়ের নাম করেননি। 'অসমের কংগ্রেস সাংসদ' বলে উল্লেখ করেছিলেন। এবার গগৈয়ের নাম করে হিমন্ত বলেছেন, ‘আইএসআই-এর আমন্ত্রণে পাকিস্তানে গিয়েছিলেন গৌরব গগৈ। প্রথমবার আমি বলতে চাই, তিনি আইএসআই-এর আমন্ত্রণে পাকিস্তানে গিয়েছিলেন। আমাদের কাছে সেই নথি আছে। তিনি প্রশিক্ষণ নিতে সেখানে গিয়েছিলেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি পেয়ে সেখানে গিয়েছিলেন গৌরব গগৈ। এটা গুরুতর বিষয়। এরপর আরও বিচক্ষণতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’

হিমন্তকে পাল্টা আক্রমণ গগৈয়ের

হিমন্ত আরও বলেছেন, ১০ সেপ্টেম্বরের মধ্যে গগৈয়ের পাক-যোগের বিষয়ে আরও তথ্য-প্রমাণ পেশ করবেন। তাঁকে পাল্টা আক্রমণ করে গগৈ বলেছেন, ‘সেপ্টেম্বর পর্যন্ত কেন অপেক্ষা করতে হবে? উনি নিশ্চয়ই কোনও প্রমাণের ভিত্তিতে কথা বলছেন। উনি এখনই সেই প্রমাণ পেশ করতে পারেন। তারপর সেপ্টেম্বরে চূড়ান্ত প্রমাণ দিতে পারেন। আমরা যদি পাকিস্তানে গিয়ে থাকি, তাহলে কবে গেলাম? উনি অন্তত সেটা বলুন। বিজেপি-র কেউ গিয়েছিলেন কি না, না কি শুধু কংগ্রেসেরই কেউ গিয়েছিলেন, সে কথাও উনি বলুন।’

হিমন্তের কাছ থেকে পাল্টা প্রমাণ দাবি গগৈয়ের

হিমন্তকে আক্রমণ করে গগৈ আরও বলেছেন, বিজেপি-র কারও ব্যবসায়িক যোগ আছে কি না, পাকিস্তানের কোনও নাগরিকের সঙ্গে বিজেপি-র কারও বিয়ে হয়েছে কি না, তার প্রমাণ দিন। তিনি জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হলে কেন্দ্রীয় সরকার কেন চুপ করে আছে, সেই প্রশ্নও তুলেছেন গগৈ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!