'কাঁচা বাদাম'-এর জ্বরে গা ভাসালেন পুলিশকর্মীরা, খাঁকি উর্দি পরেই করলেন হুক স্টেপ

Published : Mar 25, 2022, 05:00 AM IST
'কাঁচা বাদাম'-এর জ্বরে গা ভাসালেন পুলিশকর্মীরা, খাঁকি উর্দি পরেই করলেন হুক স্টেপ

সংক্ষিপ্ত

টুইটারে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে গুফিওলাইভস নামক একটি পেজ থেকে। ২১ মার্চ এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এর মধ্যেই প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। শেয়ারও করেছেন অনেকে। প্রায় ৫০০-র কাছাকাছি রিটুইট, ১৩৪ কোট টুইট এবং ৩০০০-এর কাছাকাছি লাইক পড়েছে এই ভিডিওর।

কাঁচা বাদাম (Kacha Badam Song) জ্বরে আক্রান্ত দেশ। পশ্চিমবঙ্গের বীরভূমের (Birbhum) এক বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) সেই মিষ্টি সুরে কাঁচা বাদাম গান যেন আসমুদ্র হিমাচলের মন কেড়ে নিয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে ভুবনের গান (Bhuban Song)। ক্রিকেটার (Cricket) থেকে বলিউড সেলিব্রিটি এই গানে নাচতে বাদ যাননি কেউই। আর সেই কারণেই এখন ইনস্টাগ্রাম (Instagram) খুললেই কাঁচা বাদাম গানের একাধিক রিলস ভিডিও আমাদের নজরে আসে। আর সবাই যখন কাঁচা বাদাম ডান্স চ্যালেঞ্জ অ্যাক্সেপ্ট করেছে, পুলিশই বা বাদ যায় কেন! এবার কয়েক জন পুলিশকর্মীকেও (Police Personnel) নাচতে দেখা গেল ভুবন বাদ্যকরের এই ভাইরাল গানে। তাঁদের মধ্যে একজন মহিলা পুলিশকর্মীও ছিলেন।

টুইটারে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে গুফিওলাইভস নামক একটি পেজ থেকে। ২১ মার্চ এই ভিডিও শেয়ার করা হয়েছে। এর মধ্যেই প্রচুর মানুষ এই ভিডিও দেখেছেন। শেয়ারও করেছেন অনেকে। প্রায় ৫০০-র কাছাকাছি রিটুইট, ১৩৪ কোট টুইট এবং ৩০০০-এর কাছাকাছি লাইক পড়েছে এই ভিডিওর। সেই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছি, চার জন পুরুষ পুলিশকর্মী ও এক জন মহিলা পুলিশ কর্মী কাঁচা বাদাম গানের এক্কেবারে হুক স্টেপগুলি করে দেখাচ্ছেন।

 

আরও পড়ুন- কাঁচা বাদাম বিক্রেতা থেকে বাংলার সেলিব্রিটি, এবার শহর কলকাতায় তৈরি হল ভুবন বাদ্যকারের মূর্তি

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “খাঁকি পরিহিতরা কি একটু আনন্দ করতে পারে না? এই ভিডিয়োটা একবার দেখুন।” দা লাইং লামার শেয়ার করা এই ভিডিয়ো যেখানে বহু মানুষের পছন্দ হয়েছে, অপছন্দও হয়েছে অনেকের। অনেকেই প্রশ্ন তুলেছেন যে, তাঁরা নাচতেই পারেন কিন্তু পুলিশের পোশাক পরে কেন নাচবেন? জানা গিয়েছে, এই ভিডিয়োটি কেরলের।

আরও পড়ুন- বীরভূমের বাদাম কাকুর মুম্বই পাড়ি, জনপ্রিয় সঙ্গীত পরিচালকের আদলে ভাইরাল কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকার

একজন ইউজার লিখলেন, “নাচবেন নাচুন, কিন্তু পুলিশের পোশাক পরে কেন নাচবেন?” অন্য একজন যোগ করলেন, “এটাই আমার দেখা বাকি ছিল।” তবে পুলিশকর্মীদের পাশে দাঁড়িয়ে অন্য ইউজারের বক্তব্য, “তাহলে কি খাঁকি পোশাকে যে মহিলা ও পুরুষরা সারাদিন ডিউটি করছেন, তাঁরা একটু আনন্দ করতে পারেন না।” অন্য আর একজন ইউজার লিখলেন, “এই ভাবে পোশাকটাকে অপমান করবেন না।” তবে এই ভিডিও দেখে নেটিজেনরা যে যাই বলুক না কেন, কাঁচা বাদাম গানটি যে এই মুহূর্তে ব্যাপক জনপ্রিয় হয়েছে, তা মানতেই হবে।

আরও পড়ুন- 'কাঁচা বাদাম' গানে মাতলেন বলিউডের উর্বশীরা, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন এবার পিভি সিন্ধুও

PREV
click me!

Recommended Stories

Today Live News: Share Market Today - সোমবারের বাজার প্রাথমিক লেনদেনে স্থিতিশীল থাকার সম্ভাবনা! আজ নজরে রাখুন এই ৮ স্টক
জয়শঙ্করের সামরিক বাহিনী নিয়ে মন্তব্যে ক্ষুদ্ধ পাকিস্তান, ভারতের বিরুদ্ধে বিবৃতি ইসলামাবাদের