বিশ্বের সঙ্গে তাল রেখে ভারতেও বাড়ছে করোনার সংক্রমণ। এখনও পর্যন্ত এদেশের ১২৯ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ বাইরাসের উপস্থিতি। গোটা দেশ জুড়ে প্রায় লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে। বন্ধ রয়েছে স্কুল-কলেজ। সমাবেশের উপর জারি নিষেধাজ্ঞা। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের সংক্রমণে বিশ্বে ৭০০০ বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পৃথিবীজুড়ে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ১,৭৫,৫৩৬। চিনে এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছ ৩,২১৩ জনের। এর পরেই রয়েছে ইতালি। ইউরোপের এই দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,১৫৮। আক্রান্তের সংখ্যা ২৮ হাজারের বেশি। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
11:15 PM (IST) Mar 17
পশ্চিমবঙ্গে প্রথম কোভিড-১৯ আক্রান্তের সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের ১৭টি রাজ্যে পৌঁছে গেল এই রোগ। সব মিলিয়ে মঙ্গলবার রাত পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১৩৮। আর মৃত ৩ জন। সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩ জন।
10:50 PM (IST) Mar 17
কলকাতায় পৌঁছে গেল নভেল করোনভাইরাস। ব্রিটেন থেকে সদ্য ককলকাতায় ফেরা এক ১৮ বছরের যুবকের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল ইতিবাচক এসেছে। তিনিই পশ্চিমবঙ্গের প্রথম কোভিড-১৯ আক্রান্ত। মঙ্গলবার সকালেই কোভিড-১৯'এর লক্ষণ নিয়ে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিকালে তাঁর লালারসের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। তাঁকে আইডি হাসপাতালের বিচ্ছিন্ন্ ওয়ার্ডে রাখা হয়েছে। তাঁর বাবা-মা এবং ড্রাইভার-কেও বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তাঁদের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে।
05:09 PM (IST) Mar 17
লাদাখে আরও ৩ করোনা আক্রান্তের সন্ধান। লাদাখে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬।
05:08 PM (IST) Mar 17
উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগরে আরও ২ করোনা আক্রান্তের সন্ধান।
05:07 PM (IST) Mar 17
কোনও সামাজিক অনুষ্ঠানে অংশ নিচতে পারবেন না ৫০ জনের বেশি মানুষ। ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত লাগু থাকবে। জানাস রাজস্থান সরকার।
05:05 PM (IST) Mar 17
করোনা আতঙ্কে ভিড় কমাতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়ে ৫০ টাকা করল পশ্চিম ও মধ্য রেল
02:49 PM (IST) Mar 17
মহারাষ্ট্রে প্রমথ মৃত্যু হল করোনা ভাইরাসের জেরে। ইতিমধ্যেই জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার দোকান-পাঠ বন্ধ থছাক
02:49 PM (IST) Mar 17
মহারাষ্ট্রে প্রমথ মৃত্যু হল করোনা ভাইরাসের জেরে। ইতিমধ্যেই জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার দোকান-পাঠ বন্ধ থছাক
02:49 PM (IST) Mar 17
মহারাষ্ট্রে প্রমথ মৃত্যু হল করোনা ভাইরাসের জেরে। ইতিমধ্যেই জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার দোকান-পাঠ বন্ধ থছাক
01:35 PM (IST) Mar 17
করোনা আশঙ্কায় স্বেচ্ছায় ঘরবন্দি বিদেশ প্রতিমন্ত্রী মুরলিধরণ।
11:10 AM (IST) Mar 17
কর্ণাটক, দিল্লির পর এবার মহারাষ্ট্রে করোনা আক্রান্তের মৃত্যু। মুম্বইতে কস্তুরবা হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু। দেশে করোনা মৃতের সংখ্যা বেড়ে ৩।
10:50 AM (IST) Mar 17
করোনা নিয়ে ভারতের সতর্কতামূলক কাজের প্রশংসা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র ।
10:46 AM (IST) Mar 17
করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেল নাগপুরের মহারাজা বাগ চিড়িয়াখানা। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৯।
10:35 AM (IST) Mar 17
এখনও পাওয়া খবরে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২৫। এদের মধ্যে ১০৩ জন ভারতীয়। বাকি ২২ জন বিদেশি। এদেশে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি রয়েছে আক্রান্তের সংখ্যা। ৩৬ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ ভাইরাস।
10:31 AM (IST) Mar 17
মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও তে এবার স্থগিত করা হল প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক পর্ব। এর আগে জর্জিয়া, কেনটাকি এবং লুসিয়ানাও একই পথে এগিয়েছে।
10:30 AM (IST) Mar 17
নিউজিল্যান্ডে আইসোলেশনে গেলের বিশ্বের প্রাক্তন বক্সিং চ্যাম্পিয়ন মাইকেল কেসলার ও তাঁর পরিবারের সদস্যরা। সম্প্রতি ডেনমার্ক থেকে নিউজিল্যান্ডে আসেন তিনি। তার পরেই কোয়ারেন্টাইনে নিজেকে রাখার সিদ্ধান্ত প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নের।
10:26 AM (IST) Mar 17
ক্রমেই চিনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। সোমবার চিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র ২০ জন। দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা ৮০,৮৬০।
10:24 AM (IST) Mar 17
কর্ণাটকে করোনা ভাইরাসে আক্রান্ত ৬৩ বছরের এক চিকিৎসক। এদেশে করোনায় মৃত প্রথম ব্যক্তির চিকিৎসা করেন এই চিকিৎসক।