লকডাউনের ১৭২তম দিনে করোনাভাইরাসে আক্রান্ত ৪৭ লক্ষ, আশা জাগাচ্ছে সুস্থতার সংখ্যা

  • করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ লক্ষ পার করল 
  • স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যে 
  • ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৯০ হাজারেরও বেশি 
  • বেড়েছে মৃতের সংখ্যায়ও 
     

Asianet News Bangla | Published : Sep 13, 2020 4:45 AM IST

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়ল। রবিবার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে দেশে করোনা  আক্রান্তের সংখ্যা ৪৭ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। লকডাউনের ১৭২তম দিনে  দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭, ৫৪,৩৫৭। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪,৩৭২ জন। গত মার্চ মাস থেকেই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে গোটা দেশ। 


স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,১১৪ জন রোগীর। দেশে মোট করোনা আক্রান্তের মৃ্ত্যুর সংখ্যা ৭৮৫৮৬ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য আশার আলো জাগিয়েছে সুস্থ হয়ে যাওয়া মানুষের হিসেব দিয়ে। কারণ দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯৭৩১৭৫।আর সুস্থ হয়ে যাওয়ার মানুষের সংখ্যা ৩৭০২৫৯৫। ২৪ ঘণ্টায়  ৭৮৩৯৯  জন সুস্থ হয়েছেন। 

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত আক্রান্তের তালিকায় শীর্ষ রয়েছে মহারাষ্ট্র। পরের তিনটি স্থান দখল করে রেখেছে দক্ষিণের তিন রাজ্য অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু আর কর্ণাটক। মহারাষ্ট্রের আক্রান্তের সংখ্যা ১০ লক্ষেরও বেশি। ৫ লক্ষেরও বেশি আক্রান্ত অন্ধ্র প্রদেশে। তামিলনাড়ু আর কর্ণাটক-এই দুই রাজ্যে চার লক্ষেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ১লক্ষেরও বেশি। 


ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী বিশ্বের করোনা আক্রান্ত ক্ষতিগ্রস্ত দেশগুলির ক্রম তালিকায় প্রথম রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর দ্বিতীয় স্থানেই রয়েছে ভারত। তবে এখনও পর্যন্ত দৈনিক আক্রান্তের তালিকায় শীর্ষ রয়েছে ভারত। বর্তমানে প্রতিদিনই প্রায় ৯০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন এদেশে। 
 

Share this article
click me!