করোনাভাইরাস সংক্রমণের গ্রাফ উর্ধ্বগামী, তারপরেও স্বস্তি দিচ্ছে সুস্থতার পরিসংখ্যান

  • লকডাউনের ২৩৯ দিনে আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষের বেশি 
  • স্বাস্থ্য মন্ত্রকের তথ্যে স্বস্তি দিচ্ছে সুস্থতার সংখ্যা 
  • দৈনিক সংক্রমণের প্রথমে রয়েছে দিল্লি 
  • করোনা আক্রান্তের ক্রম তালিকায় শীর্ষে মহারাষ্ট্র 
     

লকডাউনের ২৩৯ তম দিনে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংথ্যা ৯০ লক্ষের গণ্ডি অতিক্রম করল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষ ৪ হাজার ৩৬৬। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ ,৩২,১৬২। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য  অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৮৮২। গত দুদিন দৈনিক সংক্রমণের গড় ৪৫ হাজারেই থাকল। কিন্তু তার আগে সংক্রমণের গড় ছিল অনেকটাই কম। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে ২৪ ঘণ্টায় মারাত্ম ছোঁয়াতে রোগের কবলে পড়ে মৃত্যু হয়েছে ৫৮৪ জনের। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে শুক্রবার পর্যন্ত দেশে সুস্থতার হাত ৯৩.৬০ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৮৪ লক্ষ পার করেছে। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৪৩ হাজারের বেশি। যা গত ২৪ ঘণ্টায় কিছুটা হলেও বেড়েছে বলে দাবি করছে স্বাস্থ্য মন্ত্রকের তথ্য। তবে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার মানুষের সংখ্যাটাই আশাপ্রদ। তথ্যে বলা  হয়েছে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মানুষের সংখ্যা ৪৪ হাজারের বেশি। 

Latest Videos

করোনা আক্রান্ত রাজ্যগুলির ক্রমতালিকায় এখনও পর্যন্ত শীর্যে রয়েছে মহারাষ্ট্র। আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষের বেশি। পরের চারটি রাজ্যই দক্ষিণভারতের। দৈনিক সংক্রমণে গতকালের মত এদিনও শীর্ষে রয়েছে দিল্লি। ২৪ ঘণ্টায় দেশের জাতীয় রাজধানীতে আক্রান্তের সংখ্যা সাড়ে সাত হাজারের বেশি। ৯৮ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। আর তৃতীয় স্থানে মহারাষ্ট্র। স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবারই জানিয়েছে গত ৪৭ দিন ধরে দেশে ধারাবাহিকভাবে সুস্থতার সংখ্যা ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যাকে। দৈনিক সংক্রমণের হার ৫ শতাংশ নিচে নেমেছে। যা নিয়ে কিছুটা হলেও আশাবাদী বিশেষজ্ঞরা। 

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
তুমুল প্রতিবাদ! চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh | ISKCON
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari