দেশে করোনা আক্রান্তের দৈনিক সংখ্যায় 'রেকর্ড স্বস্তি', ৫ সপ্তাহে গ্রাফ নিম্নগামী

  • দেশে করোনা আক্রান্তের সংখ্যায় স্বস্তি
  • দৈনিক সংক্রমণ নিম্নগামী
  • স্বস্তি দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের বার্তা 
  • ৫ সপ্তাহ ধরেই চলছে একই ছবি 
     

Asianet News Bangla | Published : Oct 13, 2020 4:25 AM IST

আবারও স্বস্তি দিল করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দেশে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ৩৪২। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭১ লক্ষ ৭৫ হাজার ৮৮১। করোনা আক্রান্তের দৈনিক সংক্রমণ অনেকটাই কমে যাওয়ায় স্বস্তি দিয়েছে বিশেষজ্ঞদের। 

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় ৭০৬ জনের মৃত্যু হয়েছে। আর দেশে করোনা আক্রান্ত হয়ে  মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৯ হাজারের বেশি। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮ লক্ষ ৩৮ হাজার ৭২৯। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৬২ লক্ষ ২৭ হাজারের বেশি। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা যখন নিম্নগামী তখন দেশে সুস্থ হয়ে যাওয়া মানুষের হার অনেকটাই উর্ধ্বগামী। দেশে সুস্থতার হার ৮৬ শতাংশেরও বেশি। 

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গত ৫ সপ্তাহে প্রতিদিনই দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে বলে দাবি করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। মন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে জানান হয়েছে এক মাস পরে সক্রিয় সংক্রমিতের সংখ্যা ৯ লক্ষের নিচে নেমেছে। যা স্বস্তি দিচ্ছে বিশেষজ্ঞদের। 

Share this article
click me!