করোনা সংক্রমণের সঙ্গে মৃত্যুর গ্রাফ আবার উর্ধ্বমুখী, তবে কি শুরু হয়ে গেল দ্বিতীয় ঢেউ

Published : Nov 05, 2020, 11:52 AM IST
করোনা সংক্রমণের সঙ্গে মৃত্যুর গ্রাফ আবার উর্ধ্বমুখী, তবে কি শুরু হয়ে গেল দ্বিতীয় ঢেউ

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার আবারও বাড়ল করোনা সংক্রমণ হত ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৫০ হাজার  ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০০ জনের বেশি তিন দিনে ৩১ শতাংশ হারে সংক্রমণ বেড়েছে 

মাস খানেকের  স্বস্তি দিয়ে আবারও ভয় ধরাচ্ছে দেশের করোনা চিত্র। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারও ৫০ হাজারের মাত্রা অতিক্রম করল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী বহস্পতিবার দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫০ হাজার ২০৯ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭০৪ জনের। গত তিন ধরে ধীরে ধীরে আবারও উর্ধ্বগামী হচ্ছে চলতি সপ্তাহে মঙ্গলবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল ৩৮ হাজার ৩১০, বুধবার আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ৪৬ হাজার ২৫৩। আর এদিন সব ছাড়িয়ে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ৫০ হাজারে। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যা। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ লক্ষের কিছু বেশি। ২৪ ঘণ্টায় সেই সংখ্যা ৫ হাজার ৮২৫ কমেছে। এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ মানুষের সংখ্যা ৭৭ লক্ষের বেশি।   কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী গতকালের তুলনায় সংক্রমিতের সংখ্যা ৮.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর মঙ্গলবারের তুলনায় তা বৃদ্ধি পেয়েছে প্রায় ৩১ শতাংশ। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮৩,৬৪,০৮৬। 

দেশের করোনা চিত্র 
মোট আক্রান্ত ৮৩,৬৪,০৮৬
মোট মৃত্যু        ১,২৪,৩১৫
২৪ ঘণ্টায় আক্রান্ত   ৫০,২০৯
২৪ ঘণ্টায় মৃত্যু          ৭০৪
মোট অ্যাক্টিভ কেস  ৫,২৭,৯৬২
সুস্থ হয়ে যাওয়া মানুষের সংখ্যা ৭৭,১১,৮০৯


স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য থেকে জানা গেছে, মিলিয়ন প্রতি দেশে আক্রান্তের জাতীয় গড় ৬.০২৫। বুধবারের তথ্য অনুযায়ী দেশের মধ্যে সবথেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন দিল্লি, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতে জাতীয় রাজধানীতে করোনাভাইরাসের সংক্রমণের তৃতীয় ঢেউটি আছড়ে পড়েছে। 


 

PREV
click me!

Recommended Stories

২০২৫ সালে Google-এ সবচেয়ে বেশি 'সার্চ' করা হয়েছে ভারতের এই শহর, নাম জানলে চমকে উঠবেন
News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে