জেনে নিন CoWIN পোর্টালে নাম লেখাবেন কী ভাবে, নাম নথিভুক্ত করা যাবে সোমবার সকাল ৯টা থেকে

করোভাইরাসের টিকা ৬০ বছেরে বেশি বয়স্কদের দেওয়া হবে 
দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন এমন ৪৫-৫৯ বছরের নাগরিকরাও টিকা পাবেন
সকাল ৯টা থেকে নাম নথিভুক্ত করা যাবে 
থাকছে বিকল্প ব্যবস্থাও 

Asianet News Bangla | Published : Feb 28, 2021 5:07 PM IST / Updated: Feb 28 2021, 11:57 PM IST

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য গত ১৬ জানুয়ারি থেকে প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। প্রথম দফায় স্বাস্থ্যকর্মী ছাড়াও প্রথম সারির করোনা-যোদ্ধাদের টিকা দেওয়া হয়েছে। আগামিকাল অর্থাৎ সোমবার (1st March) থেকে দ্বিতীয় দফার টিকাকরণের কাজ শুরু কাজ শুরু হবে গোটা দেশে।  দ্বিতীয় দফায় ৬০ বছরের বেশি বয়স্কদের বিনামূল্য টিকা দেওয়া হবে। টিকা পাবেন ৪৫ বছরের ওপরের কো-মর্বিডিট রোগিরাও। দ্বিতীয় দফায় টিকা করণের জন্য নাথিভুক্ত করা যাবে সোমবার সকাল ৯টা থেকে। CoWIN পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করা যাবে। 

ডাউনলোড করুন- কলকাতা ও অন্যান্য শহরের এমনকিছু হাসপাতাল যেখানে সরকারি উদ্যোগে বিনামূল্যে টীকাকরণ হচ্ছে
কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী
১. করোভাইরাসের টিকা ৬০ বছেরে বেশি বয়স্কদের দেওয়া হবে। 
২. দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন এমন ৪৫-৫৯ বছরের নাগরিকরাও টিকা পাবেন।

Latest Videos

কীভাবে নাম নথিভুক্ত করবেন?
১. CoWin অ্যাপ, আরোগ্যসেতু অ্যাপের মাধ্যমে লগইন করতে হবে Cowin.gov.in-এ 
২. দিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বর 
৩. অ্যাকাউন্ট তৈরির জন্য একটি ওটিপি দেওয়া হবে
৪. নাম. বয়স, লিঙ্গসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের পরিচয় পত্র আপলোড করতে হবে। 
৫. যদি সংশ্লিষ্ট ব্যক্তি ৪৫ বছরের ওপরে হয় তাহলে সেই ব্যক্তিকে 
তার অসুস্থতা প্রমানের জন্য চিকিৎসকের সংশাপত্র দিতে হবে। 
৬. সংশ্লিষ্ট ব্যক্তিকে টিকা প্রদান কেন্দ্র নির্বাচন করতে হবে। 
৭. একটি মোবাইল ফোননম্বর দিয়ে চার জনের নাম নথিভুক্ত করা যাবে। 
৮. তবে যাঁরা প্রযুক্তগতভাবে পিছিয়ে রয়েছেন বা বয়স্ক নাগরিক তাদের জন্য অন্য বিকল্প পথ রয়েছ। তাঁরা পরিষেবা কেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। 
৯. 1507-এই টোলফ্রি নম্বর থেকে টিকা প্রদান সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যাবে। 

আগামিকাল সকাল ৯টায় CoWIN2.0 পোটার্লেটি খোলা যাবে। সেখানেই নাম নথিভুক্ত করা যাবে।

নাম নথিভুক্তকরণের বিষয়ে বিশদে জানতে ডাউনলোড করুন এই পিডিএফ

Share this article
click me!

Latest Videos

ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
৫০০০ টাকা ধার শোধ করতে না পারায় যা ঘটল! দুপক্ষই থানার দ্বারস্থ | Berhampore News Today | Bangla News
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |