দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল ২৭ লক্ষ, রেকর্ড গড়ে একদিনে নমুনা পরীক্ষা প্রায় ৯ লক্ষ

  • দেশে দৈনিক আক্রান্ত ৫০ হাজারের ওপরেই
  • তবে রেকর্ড গড়ে ২৪ ঘণ্টায় সুস্থ হলেন ৫৭ হাজারের বেশি
  • দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৭২.৫১ শতাংশ
  • ভারতে করোনার নমুনা পরীক্ষা ৩কোটি ছাড়িয়েছে

Asianet News Bangla | Published : Aug 18, 2020 4:37 AM IST / Updated: Aug 18 2020, 11:09 AM IST

২৭ লক্ষ ছাড়িয়ে গেল ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। তবে দৈনিক সংক্রমণের হার গতকালের তুলনায় আরও কিছুটা কমল দেশে। সোমবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৫৮ হাজারের কাছাকাছি। গত ২৪ সংখ্যায় দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫,০৭৯। তবে দৈনিক সংক্রমণ কমলেও আশঙ্কার বিষয় এখনও তা ৫০ হাজারের উপরেই রয়েছে। 

 

 

দেশে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লক্ষ ২ হাজার ৭৪৩ জন। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে ৮৭৬ জনের। ফলে দেশে কোভিড ১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫১ হাজার ৭৯৭।

তবে এসবের মধ্যে আশার আলো সেই সুস্থতার হার। দেশে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ১৯ লক্ষ ৭৭ হাজার ৭৮০ জন। ফলে সক্রিয় রোগীর সংখ্যা ভারতে এখন ৬ লক্ষ ৭৩ হাজার ১৬৬। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৫৭,৫৮৪ জন। এখনও পর্যন্ত এক দিনে এত বিপুল সংখ্যায় রোগীর করোনামুক্ত হওয়ার নজির এই প্রথম। সুস্থতার হার বেড়ে হয়েছে ৭২.৫১ শতাংশ। 

এদিকে ভারতে করোনার নমুনা পরীক্ষা সোমবারই ৩কোটি ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সোমবার  গোটা দেশে ৮ লক্ষ ৯৯ হাজার ৮৬৪ কোভিড টেস্ট হয়েছে। যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। দিন কয়েক আগেও যা ভাবা সম্ভব ছিল না। সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত ৩ কোটি ৯ লক্ষ ৪১ হাজার ২৬৪ টি নমুনার কোভিড পরীক্ষা হয়েছে। 

 

Share this article
click me!