বৃন্দা কারাত সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে আসার পরেও ভাঙা বন্ধ করতে চায়নি উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। বৃন্দা জানিয়েছেন, তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়েই জাহাঙ্গীরপুরীতে ঢুকেছেন।
দিল্লির উত্তপ্ত এলাকা জাহাঙ্গীরপুরীতে বুল্ডোজারের সামনে দাঁড়িয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ বন্ধ করলেন সিপিএম নেত্রী বৃদ্ধা কারাত। সরকারি নির্দেশে বেআইনি নির্মাণ ভাঙা শুরু হয়েছিল জাহাঙ্গীরপুরী এলাকা। কিন্তু শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে হাজির হয়ে তা আটকে দিলেন কমিউনিস্ট নেত্রী। যদিও প্রথম দিকে উত্তর দিল্লি মিউনিপ্যাল কর্পোরেশন অবৈধ নির্মাণ ভাঙা বন্ধ করতে চায়নি। প্রায় ২ ঘণ্টা চরম উত্তেজনার পর বুলডোজার ফিরিয়ে নিয়ে বাধ্য হয় প্রশাসন।
গত শনিবার সাম্প্রদায়িক হিংসার কারণে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লির জাহাঙ্গীরপুরী। পাথর ছোঁড়ায় পাশাপাশি গুলিও চলেছিল সংঘর্ষের সময়। খোলা তরোয়াল হাতে নিয়েও ঘুরতে দেখা যায় অনেককে। এই ঘটনায় পুলিশকর্মী সহ বেশ কয়েক জন আহত হয়েছিল। সেই সময়ই দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্তা হুমকি দিয়ে বলেছিলেন, মসজিদের আশেপাশের সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়ে। তারপরই একই সিদ্ধান্ত নেয় উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্মোরেশন। সেইমত বুধবার সকাল ১০টা ৯টি বুলডোজার পাঠিছিল স্থানীয় প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে জাহাঙ্গীপুরী এলাকা।
যদিও গোটা এলাকায় শান্তি বজায় রাখতে জাহাঙ্গীরপুরীতে ৯টি বুলডোজারের সঙ্গে প্রায় ৪০০ পুলিশ কর্মী পাঠান হয়েছিল। কিন্তু তারপরেও পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। সংবাদ সংস্থা এএনআই-এর বেশ কয়েকটি ভিডিওতে সেই ছবি ধরা পড়েছে। দিল্লির পুলিশকর্তা দেবেন্দ্র পাঠক বলেছিলেন, তাঁরা এলাকার মানুষের নিরাপত্তা ও এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এসেছেন।
কিন্তু উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সঙ্গেই ছিলেন সিপিএম নেত্রী বৃদ্ধা কারাত। আদালতে আবেদনকারীর পক্ষ থেকে উত্তর প্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশের উদাহারণ দিয়ে বলা হয়েছিল, একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হচ্ছে। সেই এজাতীয় আদেশ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আবেদনকারী সুপ্রিম কোর্টে বলেছিলেন, প্রশাসনের পক্ষ থেকে এই অবৈধ নির্মাণ ভাঙা হবে এজাতীয় নোটিশ দেওয়া হয়নি বা আগে কাউকে সতর্ক করা হয়নি। এই আবেদনের পরই সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি এনভি রামানার বেঞ্চ আপাতত অবৈধ নির্মাণ ভাঙার ওপর স্থগিতাদেশ জারি করেছে। এই মামলার পরবর্তী শুনানি আগামিকাল।
অন্যদিকে বৃন্দা কারাত সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে আসার পরেও ভাঙা বন্ধ করতে চায়নি উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। বৃন্দা জানিয়েছেন, তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়েই জাহাঙ্গীরপুরীতে ঢুকেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে মেনে নেওয়া জরুরি বলেও জানিয়েছেন। তিনি আরও বলেন শীর্ষ আদালতের নির্দেশের ওপর কখনই বুলডোজার চালান উচিৎ নয়।
বানান ভুল বলার 'সাজা', দলিত সম্প্রদায়ের নাবালককে দিয়ে নিজের পা চাটাল উচ্চবর্ণের তরুণ
সুপ্রিম কোর্টে বড়ধাক্কা বিজেপির, মন্ত্রীপুত্রের জামিনের আবেদন খারিজ করে আত্মসমর্পণের নির্দেশ
WHO প্রধানের নতুন নামকরণ করলেন মোদী, টেড্রোস বললেন গান্ধীজির দেশে এসে তিনি সৌভাগ্যবান