রাষ্ট্রীয় মর্যাদায় সুষমার শেষকৃত্য! উপস্থিত মোদী থেকে আডবানি সকলেই

  • দিল্লির লোধি রোড শ্মশানে শুরু হয়ে গিয়েছে প্রয়াত মন্ত্রী সুষমা স্বরাজের শেষযাত্রা
  •  রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হল
  •  সুষমা স্বরাজের শেষকৃত্যে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও অনেকে
  •  গান স্যালুটের মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়
     

swaralipi dasgupta | Published : Aug 7, 2019 11:05 AM IST / Updated: Aug 07 2019, 05:11 PM IST

দিল্লির লোধি রোড শ্মশানে শুরু হয়ে গিয়েছে প্রয়াত মন্ত্রী সুষমা স্বরাজের শেষযাত্রা।  রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হল। সুষমা স্বরাজের শেষকৃত্যে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ রাজনাথ সিং, অমিত শাহ, লালকৃষ্ণ আডবানি এবং আরও অনেকে। গান স্যালুটের মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়। 

রাজনীতি শুরুর দিকে লালকৃষ্ণ আডবানির শিস্যা হিসেবেই পরিচিত ছিলেন। এক সময়ে তাঁকে আডবানি পন্থীও বলা হয়েছিল।  কন্যাসম শিস্যার শেষকৃত্যে এসে আজ তাই আডবানির চোখেও দেখা গিয়েছে জল।

 

 

বিদেশমন্ত্রী হিসেবেও তিনি বার বার মানুষের মন জয় করেছেন তিনি। এমনও প্রশ্ন ওঠে বিদেশ ভ্রমণে বার বার মোদী যান। তাহলে সুষমা স্বরাজ কী করেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকে তিনি যে ভাবে বার বার বিভিন্ন সমস্যার সমাধান করেছেন তা সত্যিই প্রশংসনীয়। 

প্রসঙ্গত, মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুষমার। বহুদিন ধরেই ভুগছিলেন তিনি। মঙ্গলবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

Share this article
click me!