
Sacked CRPF Constable : পাকিস্তানি নাগরিক মেনাল খানকে বিয়ে করে চরম বিপাকে পড়েছেন সিআরপিএফ-এর ৪১ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল মুনির আহমেদ। গত বছরের মে মাসে কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার পর কড়াকড়ি বাড়ায় প্রশাসন।
Sacked CRPF Constable : পাকিস্তানি নাগরিক মেনাল খানকে বিয়ে করে চরম বিপাকে পড়েছেন সিআরপিএফ-এর ৪১ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল মুনির আহমেদ। গত বছরের মে মাসে কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার পর কড়াকড়ি বাড়ায় প্রশাসন। এর মধ্যেই ভিডিও চ্যাটের মাধ্যমে মেনাল খানকে বিয়ে করেন মুনির, এবং পরে মেনাল ১৫ দিনের ভিসায় ভারতে প্রবেশ করেন। পরবর্তীতে বিষয়টি বিদেশ মন্ত্রকের নজরে আসতেই মেনাল খানের ভিসা বাতিল করা হয়। একইসঙ্গে, একজন পাকিস্তানি নাগরিককে বিয়ের তথ্য গোপন করার অভিযোগে মুনির আহমেদকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে মেনাল খান সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন, তবে প্রশাসনের পক্ষ থেকে কড়া অবস্থান স্পষ্ট করা হয়েছে—জাতীয় নিরাপত্তার স্বার্থে এ ধরনের গোপন সম্পর্ক মেনে নেওয়া হবে না। ঘটনাটি নিয়ে সিআরপিএফ মহলে এবং প্রশাসনিক স্তরে চাঞ্চল্য ছড়িয়েছে।