অবশেষে মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়ল নিসর্গ, বাণিজ্য নগরীতে ৩ ঘণ্টা ধরে চলবে তাণ্ডব

  • শুরু হয়ে গেল ঘূর্ণিঝড় নিসর্গের তাণ্ডব
  • মহারাষ্ট্র উপকূলে প্রবল বেগে আছড়ে পড়ল
  • সাইক্লোন নিসর্গের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার
  • মুম্বইয়ে ৩ ঘণ্টা ধরে চলবে ঝড়ের তাণ্ডব

মৌসম ভবন জানিয়েছিল আজ দুপুর ১টা থেকে ৩টের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গ। সেই মতই মহারাষ্ট্র উপকূলে বেলা সাড়ে বারোটা নাগাদ আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গ। 

 

Latest Videos

আশঙ্কা বাড়িয়ে আগেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল নিসর্গ। কোঙ্কন ও মুম্বই উপকূলে সকাল থেকেই ক্রমশ বাড়ছিল ঝড়ের গতি। বৃষ্টি চলছিল দাদার, মাতুঙ্গা, সিওন, ওয়াডালা, পারেল এলাকায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগেই আছড়ে পড়ে নিসর্গ। এদিকে ঘূর্ণিঝড়ে দাপটে ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণ শুরু হয় বাণিজ্য নগরী মুম্বইতে। 

 

 

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মুম্বই উপকূলবর্তী এলাকা থেকে প্রায় এক লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে কয়েকজন করোনা আক্রান্ত। শুধুমাত্র মহারাষ্ট্রেই এনডিআরএফ-এর ২১টি দল মোতায়েন করা হয়েছে।  মুম্বইয়ে মোতায়েন রয়েছে ৮টি দল।

 

মৌসম ভবন জানিয়েছে, অন্তত ৩ ঘণ্টা ধরে মহারাষ্ট্র উপকূলে তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়। তারপর মূল ভূখণ্ডে ডুকে তা যাবে নাগপুরের অভিমুখে।

 

 

মুম্বই ও পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার থেকেই ঝড়-বৃষ্টি চলছিল। ঘূর্ণিঝড় নিসর্গ আছড়ে পড়তেই ঝড়ের গতি আরও বেড়ে যায়। মহারাষ্ট্রের পাশাপাশি গোয়াতেও এই সুপার সাইক্লোনের কারণে প্রবল বৃষ্টি চলছে। 

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia