DA Hike: ৭ বছরে সবথেকে কম মহার্ঘ ভাতা বৃদ্ধি! সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মাথায় হাত পড়তে চলছে

Published : Mar 13, 2025, 03:13 PM IST

DA Hike: মোদী সরকার (Modi Govt) আজই সরকারি কর্মীদের ডিএ (DA)বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে মাত্র ২ শতাংশ হারে ডিএ বৃদ্ধি হতে পারে। 

PREV
110
আজই ঘোষণা করা হতে পারে ডিএ

এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করেনি। তবে চলতি সপ্তাহেই কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। আজই ঘোষণা করা হতে পারে ডিএ।

210
নতুন মহার্ঘ ভাতা

নতুন এই মহার্ঘ ভাতা ২০২৫ সালের জানুয়ারি থেকেই কার্যকর হবে। যার অর্থ কেন্দ্রীয় সরকারি কর্মীরা মার্চ মাসের বেতনের সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও পাবেন।

310
মাত্র ২% ডিএ বৃদ্ধি

সম্প্রতি প্রতিবেদন অনুসারে কেন্দ্রীয় সরকার আগের মাত্র মত ৩% বা ৪% হরে ডিএ বৃদ্ধি করবে না। এবার মাত্র ২% হারেই ডিএ বৃদ্ধি হতে পারে।

410
৭ বছরে মধ্যে সবথেকে কম ডিএ

একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকার হত ৭ বছরের মধ্যে এবারই সবথেকে কম হারে ডিএ বৃদ্ধি করতে পারে।

510
২০১৮ থেকে ডিএ বৃদ্ধি

কেন্দ্রীয় সরকার ২০১৮ সাল থেকে এপর্যন্ত ৩% বা ৪% হারে ডিএ বৃদ্ধি করেছিলন। কখনও আরও বেশি হারে ডিএ বৃদ্ধি করেছিল।

610
৭৮ মাসে সর্বনিম্ন ডিএ

কেন্দ্রীয় সরকার যদি সবথেকে কম হারেই ডিএ বৃদ্ধি করে তাহলে এটাই হবে ৭৮ মাসে সর্বনিম্ন ডিএ বৃদ্ধি। ২০১৮ সালে জুলাই থেকে ডিসেম্বরে ২% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল।

710
দুইবার ডিএ বৃদ্ধি

এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুইবার ডিএ বা ডিআর বৃদ্ধি করে। জানুয়ারি আর জুলাই মাসে।

810
বর্তমানে ৫৩% ডিএ

বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মীরা ৫৩% হারে ডিএ পাত। ২% হারে ডিএ বৃদ্ধি করা হলে ৫৫% হারে ডিএ পাবেন তাঁরা।

910
তার আগে ডিএ

এর আগে, ২০২৪ সালের মার্চ মাসে, মন্ত্রিসভা ৪৬% থেকে ৫০% বৃদ্ধি অনুমোদন করে, যা আনুষ্ঠানিকভাবে ২৫ মার্চ, ২০২৪ তারিখে ঘোষণা করা হয়েছিল।

1010
অষ্টম বেতন কমিশন

সম্প্রতি কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের সুপারিশ করেছে। অষ্টম বেতন কমিশন লাগু হতে পারে আগামী বছর জানুয়ারি থেকে।

click me!

Recommended Stories