জুলাই মাসের বেতনের সঙ্গেই ঢুকবে টাকা? ৪ নয়, এক ধাক্কায় ৭ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা রাজ্যের

Published : Jun 12, 2025, 09:04 AM IST

দুর্দান্ত খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য। ৪ শতাংশ নয়, একধাক্কায় বাড়তে চলেছে ৭ শতাংশ মহার্ঘ্য ভাতা। রাজ্যের তরফে এমনই ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে জুলাই মাসের বেতনের সঙ্গেই হয়ত মোটা টাকা ঢুকবে সরকারি কর্মীদের।

PREV
110

৪ নয়, এক ধাক্কায় ৭ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা সরকারের!

210

সরকারের এহেন পদক্ষেপের কারণে লাভবান হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মী।

410

হোলির ঠিক আগে সরকারি কর্মীদের ফের ডিএ (Dearness allowance) বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

510

সরকার তার কর্মচারীদের মহার্ঘ্য ভাতা সাত শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে।

610

ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের অধীনে, কর্মচারীরা বর্তমান মূল বেতনের ২৪৬ শতাংশ ডিএ পাবেন, যা আগে ২৩৯ শতাংশ ছিল।

710

মন্ত্রিসভার বৈঠকে কর্মচারীদের ডিএ বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়।

810

ষষ্ঠ বেতন কমিশনের অধীনে পেনশনভোগীদের দেওয়া মহার্ঘ্য ত্রাণ (ডিআর) ৭ শতাংশ বৃদ্ধি করে ২৪৬ শতাংশ করেছে।

910

পঞ্চম বেতন কমিশনের আওতাধীন সরকারি কর্মচারীদের জন্য ডিএও বর্তমান ৪৪৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫৫ শতাংশ করা হয়েছে, যা ১ জুলাই, ২০২৪ থেকে কার্যকর হবে।

1010

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১২টি প্রস্তাবে সম্মতি জানানো হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories