DA Hike: দারুণ খবর! ফের মহার্ঘ ভাতা বাড়ছে ৩.৬৪ শতাংশ, বিরাট খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য

Published : Jun 14, 2025, 10:41 AM IST

রাজ্য সরকারি কর্মীদের জন্য ৩.৬৪ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে, যা ১ জানুয়ারি ২০২৩ থেকে প্রযোজ্য হবে। বর্তমান ২৬.৩৯ শতাংশ থেকে মোট ডিএ ৩০.০৩ শতাংশে পৌঁছাবে এবং বর্ধিত টাকা জুলাই মাসে প্রদান করা হবে।

PREV
110

ফের ভালো খবর সরকারি কর্মীদের জন্য। প্রকাশ্যে এল ডিএ-র খবর। ভালো খবর এল সরকারি কর্মীদের জন্য।

210

এক ধাক্কায় ৩.৬৪ শতাংশ ডিএ বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। আর এই ডিএ প্রযোজ্য হবে ১ জানুয়ারি ২০২৩ থেকে।

410

বর্তমানে কর্মীরা ২৬.৩৯ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কর্মীরা। এই বৃদ্ধির ফলে ভাতা হবে ৩০.০৩ শতাংশ।

510

জানা যাচ্ছে বর্ধিত টাকা মিলবে জুলাই মাসে। সব মিলিয়ে অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা।

610

এই ডিএ বৃদ্ধির ফলে বেতন বাড়বে জেলা, মণ্ডল, গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, পৌর কর্পোরেশন, কৃষি বাজার কমিটি, জেলা গ্রন্থাগার, কর্মক্ষম প্রতিষ্ঠানের সকলের। তেমনই সরকার সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরও বেতন বাড়বে।

710

ডিএ বাড়তে চলেছে তেলেঙ্গানা সরকার। সেখানের রাজ্য সরকারি কর্মীরা শীঘ্রই পাবেন মোটা টাকা।

810

সদ্য ৩.৬৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা রয়েছে তেলেঙ্গানায়। সেখানের কর্মীরা এতদিন ২৬.৩৯ শতাংশ হারে ডিএ পেত।

910

এবার মহার্ঘ ভাতা মিলবে ৩০.০৩ শতাংশ হারে। তেলেঙ্গানায় সরকার ঘোষণা করেছে এমনটা।

1010

এক ধাক্কায় ৩.৬৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে সরকার। শীঘ্রই মিলবে এই বকেয়া টাকা।

Read more Photos on
click me!

Recommended Stories