বছর শেষ হওয়ার আগেই বেতন-ডিএ নিয়ে বৈঠক, বিরাট খবর আসতে চলেছে সরকারি কর্মীদের জন্য

বছর শেষ হওয়ার আগেই ঝুলি ভরতে চলেছে এই সরকারি কর্মীদের। দীর্ঘদিন পরে অবশেষে তাদের বেতন ও ডিএ বৃদ্ধি নিয়ে বৈঠক হয়েছে। সেখানে মাইনে বাড়িয়ে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে , সঙ্গে বাড়ছে ডিএ-ও! কত পাবেন এবার তাঁরা। রইল হিসেব।

Parna Sengupta | Published : Nov 17, 2024 4:02 PM IST
110

উৎসবের আবহেই ডিএ বৃদ্ধির সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। সপ্তম বেতন কমিশনের অধীন যারা বেতন পান, তাঁদের ৩% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে।

210

এরপর ডিএ বাড়ানো হয় পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কর্মীদের।

310

এবার সামনে আসছে আরও বড় খবর! জানা যাচ্ছে, আগামী বছরই অষ্টম বেতন কমিশন সংক্রান্ত সুখবর মিলতে পারে।

410

ফের সুখবর পেতে চলেছেন সরকারি কর্মীরা (Government Employees)?২০১৪ সালে সপ্তম বেতন কমিশন গঠিত হয়। এরপর প্রায় এক দশক অতিক্রান্ত।

510

সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার নয়া বেতন কমিশনের দাবি উঠেছে। এবার অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) প্রয়োজন রয়েছে বলে দাবি জানিয়েছেন সরকারি কর্মীদের একাংশ।

610

এমতাবস্থায় জানা যাচ্ছে, সম্প্রতি কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে ন্যাশানাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির প্রতিনিধিদল বৈঠকে বসেছিলেন।

710

বহু রিপোর্টে আগেই দাবি করা হয়েছিল, নভেম্বর মাসে অষ্টম বেতন কমিশন গঠন করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

810

সরকারি কর্মচারীদের একাংশের অনুমান, আগামী বছর বাজেটেই হয়তো অষ্টম বেতন কমিশন গঠন সংক্রান্ত সুখবর পাওয়া যেতে পারে।

910

সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) নূন্যতম বেতন একধাক্কায় অনেকখানি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

1010

কর্মী সংগঠনগুলির একাংশের কথায়, গতবারের ফর্মুলা যদি মানা হয়, তাহলে মূল বেতন ১৮,০০০ থেকে বৃদ্ধি পেয়ে ৩৪,৫৬০ টাকা হতে পারে। সেই সঙ্গেই ডিএ, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, ট্রাভেন্স অ্যালাওয়েন্স সহ আরও নানান ভাতা বাড়তে পারে বলে অনুমান।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos