এপ্রিলের স্যালারির সঙ্গে ঢুকবে ডিএ-এর টাকা! যোগ হবে ৩ মাসের বকেয়াও? কত হাতে পাবেন সরকারি কর্মীরা?

Published : Apr 13, 2025, 06:01 PM IST

সম্প্রতি সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড়সড় ঘোষণা করা হল। এপ্রিলের স্যালারির সঙ্গে নাকি ঢুকবে ডিএ-এর টাকা! যোগ হবে ৩ মাসের বকেয়াও? কত হাতে পাবেন সরকারি কর্মীরা?

PREV
110

চলতি এপ্রিল মাসে সমস্ত ধরনের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এলো বিশাল বড়ো সুখবর।

210

সরকারি কর্মীদের জন্য এবার বেতনের সঙ্গে যুক্ত হচ্ছে বাড়তি মহার্ঘ্য ভাতা (DA)।

310

ইতিমধ্যেই কেন্দ্র ২০২৫ সালের জানুয়ারি থেকে মহার্ঘ্য ভাতা ২ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে, ফলে ৫৩% থেকে বেড়ে হয়েছে ৫৫%।

410

এই বাড়তি টাকা এপ্রিলের বেতনের সঙ্গেই কর্মীদের হাতে আসবে। পাশাপাশি রাজ্য সরকারই কর্মী ও রাজ্যের সরকারি কর্মীদের জন্য বেতন ও মহার্ঘ্য ভাতা (DA) বৃদ্ধি করার পরিকল্পনা শুরু করেছেন।

510

রাজ্য সরকার ও এবার প্রচুর পরিমাণে মহার্ঘ ভাতা বৃদ্ধি করবেন বলে শোনা যাচ্ছে।

610

এবার সমস্ত ধরনের সরকারি কর্মীদের মূল বেতন কিছুটা বৃদ্ধি পাবে। যারা স্বল্প বেতনে চাকরি করতেন অর্থাৎ গ্রুপ ডি লেভেলের কর্মচারীদের নূন্যতম বেতন (যাদের মূল বেতন ১৮,০০০ টাকা) প্রতি মাসে ৩৬০ টাকা বেশি পাবেন।

710

তার মানে, শুধুমাত্র DA বৃদ্ধির জন্য তারা পেয়ে যাবেন অতিরিক্ত ১,০৮০ টাকা বকেয়া সহ মোট ১,৪৪০ টাকা। অর্থাৎ আগের তুলনায় প্রচুর বেতন বাড়বে সমস্ত সরকারি কর্মীদের।

810

অন্যদিকে, যে সমস্ত কর্মীরা পেনশনভোগী রয়েছেন অর্থাৎ অবসরপ্রাপ্তরা যাঁদের মাসিক পেনশন ৯,০০০ টাকা, তাঁরা প্রতি মাসে ১৮০ টাকা করে বেশি পাবেন। বকেয়া হিসেবে পাবেন অতিরিক্ত ৫৪০ টাকা।

910

রাজ্য এবং কেন্দ্র মিলিয়ে প্রায় DA বাড়ার ফলে উপকৃত হবেন ৬৬.৫ লক্ষ পেনশনভোগী।

1010

চলতি মাস থেকেই অর্থাৎ এপ্রিল থেকেই তাঁদের মাসিক পেনশনে এই নতুন হারে অর্থ যুক্ত হবে। এই পদক্ষেপে প্রবীণ নাগরিকদের আর্থিক স্বাচ্ছন্দ্য কিছুটা হলেও বাড়বে।

click me!

Recommended Stories