News Round-up: মণিপুরে প্রধানমন্ত্রী, রেলপথে জুড়ে গেল মিজোরাম, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Sep 13, 2025, 09:29 PM IST
Round Up

সংক্ষিপ্ত

News Round-up: সারাদিনের সেরা খবর, সারাদিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. অশান্তির ঘটনার পর প্রথমবার মণিপুরের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বৃষ্টির মধ্যেই ইম্ফলে পৌঁছন প্রধানমন্ত্রী। এরপর তিনি সড়কপথে চুরাচাঁদপুরে পৌঁছন। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। এক শিশু তাঁকে নিজের হাতে আঁকা প্রতিকৃতি উপহার দেন। এছাড়া স্থানীয় ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে ঐতিহ্যবাহী জোমি শাল এবং থাডু কুকি শাল উপহার দেন। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- বৃষ্টির মধ্যেই মণিপুরে নরেন্দ্র মোদী, কথা বলেন স্থানীয়দের সঙ্গে, উপহার নিলেন শিশুদের থেকে

২. স্বাধীনতার পর প্রায় আট দশক কেটে গিয়েছে। এবার রেলপথে সারা দেশের সঙ্গে জুড়ে গেল উত্তর-পূর্ব ভারতের রাজ্য মিজোরাম। এতদিন দেশের বাকি অংশের সঙ্গে শুধু সড়কপথে এবং আকাশপথে যোগাযোগ ছিল মিজোরামের। এবার এই রাজ্যের বাসিন্দারা ট্রেনে চেপে দেশের বিভিন্ন অংশে পৌঁছতে পারবেন। শনিবার মিজোরামের প্রথম ট্রেন বাইরবি-সাইরাং এক্সপ্রেস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- রেলপথে দেশের সঙ্গে জুড়ে গেল মিজোরাম, নতুন রেলপথের উদ্ধোধন করলেন নরেন্দ্র মোদী

৩. মালদা শহরের বিগ বাজেটের পাঁচটি পুজো কমিটির সঙ্গে প্রতারণার অভিযোগ। পুজা মন্ডপের বায়নার প্রায় ২০ লক্ষ টাকা নিয়ে উধাও কলকাতার বেহালার একটি ডেকরেটর সংস্থা। মাথায় হাত পুজো কমিটির কর্তাদের। মালদা জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এই পাঁচটি ক্লাবের কর্মকর্তারা। কীভাবে পুজো হবে, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- দুর্গা পুজোতেও প্রতারণা! মালদায় ২০ লক্ষ টাকা প্রতারণা করে চম্পট ডেকরেটর্সের

৪. আর জি করের ঘটনা এখনও দগদগে। এরই মধ্যে আর জি করের আদিবাসী জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযুক্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়া জুনিয়র চিকিৎসক। মৃতার পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ জমার পরও নিষ্ক্রিয় পুলিশ, দাবি মৃতার পরিবারের। এখনও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত পড়ুয়া চিকিৎসক।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- RG করের জুনিয়র ডাক্তারের অস্বাভাবিক মৃত্যু! প্রেমিকের দিকে আঙুল তুলে খুনের অভিযোগ

৫. পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট না করায় বিসিসিআই-কে তীব্র আক্রমণ করলেন পহেলগাঁওয়ে জঙ্গি হামলার শিকার হওয়া শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশ্বর্য দ্বিবেদী। তিনি ক্রিকেটারদের জাতীয়তাবোধ এবং বিসিসিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। দেশবাসীকে রবিবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না দেখার আর্জিও জানিয়েছেন ঐশ্বর্য। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- 'ওই ২৬ পরিবারের প্রতি বিসিসিআই-এর আবেগ নেই,' ক্ষোভ পহেলগাঁওয়ে মৃত শুভম দ্বিবেদীর স্ত্রীর

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল