
1. দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের দিন, দিল্লীর লালকেল্লায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই অনুপ্রবেশকারীদের নিয়ে রীতিমতো হুঁশিয়ারি শোনা গেল তাঁর গলায়। ঘোষণা করলেন, কেন্দ্রের নতুন এক অভিযানের কথা। প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, অনুপ্রবেশকারীদের জন্য দেশের জনবিন্যাস অনেকটা বদলে যাচ্ছে। আর এই নতুন ‘জনবিন্যাস অভিযান’-এর মাধ্যমেই হবে মূল সমস্যার সমাধান হবে।
2. শুরু হচ্ছে এশিয়া কাপ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই মেগা টুর্নামেন্ট। তবে এখনও দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট দল। জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই দল ঘোষণা করা হবে। এশিয়া কাপে ভারতীয় দলে তিনজন তারকা জায়গা নাও পেতে পারেন বলে সূত্রের খবর। সেই তালিকায় রয়েছেন স্বয়ং টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল নিজেও। অনন্ত এইরকমটাই জানা যাচ্ছে। প্রসঙ্গত, এবার এশিয়া কাপ খেলা হবে টি-২০ ফরম্যাটে।
3. চার বছরেরও বেশি সময় পর মার্কিন ও রুশ রাষ্ট্রপতিদের মধ্যে প্রথম শীর্ষ বৈঠকের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু কিভাবে সংঘাতের অবসান ঘটবে সে বিষয়ে মস্কো এবং কিয়েভের দৃষ্টিভঙ্গি এখনও অনেক পৃথক। মার্কিন ও রুশ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য শুক্রবার আলাস্কার একটি মার্কিন বিমান ঘাঁটিতে বৈঠক করবেন। চার বছরেরও বেশি সময় পর মার্কিন ও রুশ রাষ্ট্রপতিদের মধ্যে প্রথম শীর্ষ বৈঠকের প্রত্যাশা অনেক বেশি।
4. হৃতিক রোশন, কিয়ারা আডবানি এবং জুনিয়র এনটিআর অভিনীত অ্যাকশনধর্মী 'ওয়ার ২' ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম দিনেই সব ভাষায় মিলিয়ে প্রায় ৫২.৫০ কোটি টাকা আয় করেছে। অয়ন মুখার্জীর পরিচালনায় ছবিটির এই জোরালো শুরু বিশেষভাবে উল্লেখযোগ্য, বিশেষ করে রজনীকান্তের 'কুলি'র সাথে প্রতিযোগিতায়, যেটি একই দিনে প্রায় ৬৫ কোটি টাকা আয় করেছে।
5. ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুল শিক্ষাব্যবস্থায় এক বড় পরিবর্তন আসছে। সিবিএসই নবম শ্রেণির জন্য উন্মুক্ত বই মূল্যায়ন পদ্ধতি (Open Book Assessment - OBA) অনুমোদন করেছে। এর অর্থ, শিক্ষার্থীরা এখন পরীক্ষার সময় তাদের বই এবং নোট ব্যবহার করতে পারবে। এই পদক্ষেপ রটনা পদ্ধতি থেকে বুদ্ধি এবং দক্ষতা বিকাশে জোর দেবে। ২০২৩ সালের ডিসেম্বরে একটি সফল পাইলট প্রকল্পের পর শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।