৫ বছরে ৬০ পুরুষ বারবার ধর্ষণ করেছে, দলিত নির্যাতিতার কথা ফাঁস হতেই নড়েচড়ে বসল কেরল প্রশাসন

Published : Jan 11, 2025, 03:48 PM IST
70-Year-Old Woman Rape

সংক্ষিপ্ত

পুলিশ জানিয়েছে মামলার সঙ্গে যুক্ত রয়েছে বলে এখনও পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে নির্যাতিতা একজন ক্রীড়াবিদ। তার বয়স মাত্র ১৩। 

১৮ বছরের এক দলিত মেয়েকে গত পাঁচ বছর ধরে ৬০ জনেরও বেশি মানুষ শারীরিক ও যৌন নির্যাতন করেছে। সম্প্রতি সামনে এসেছে যৌন নির্যাতনের সেই ভয়ঙ্কর তথ্য। নির্যাতিতা মেয়েটি সম্প্রতি শিশু কল্যাণ কমিটির কাছে তাঁর নির্যাতনের কথা তুলে ধরেছে। পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছে। এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কেরলের মত শিক্ষিত একটি রাজ্যে। প্রথম তদব্ত শুরু করেছে। প্রাথমিকভাবে নির্যাতিতার সঙ্গে কথা বলে ৬০ জনের কথা জানতে পেরেছে।

এলাভুমথিত্তা পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত নারী নির্যাতনের কারণে গ্রেফতার করা হয়েছে সুবিন (২৪), এস সন্দীপ (৩০), ভি কে বিনীত (৩০), কে আনন্দু (২১) এবং শ্রীনি ওরফে এস সুধী শ্রীনিকে (২৪)। প্রত্যেকেই পাথানামথিত্তার চেন্নিরকারার বাসিন্দা। ধৃতদের মোবাইল ফোনের ছবি দেখে নির্যতিতা মেয়েটি আরও ৪০ জনকে শনাক্ত করতে পেরেছে। তাদেরও খোঁজ শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে মামলার সঙ্গে যুক্ত রয়েছে বলে এখনও পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে নির্যাতিতা একজন ক্রীড়াবিদ। তার বয়স মাত্র ১৩। তখন থেকেই সুবিনের চোখ ছিল। নির্যাতিতার অশালীন ছবি নিজের মোবাইল ফোনে তুলে রেখেছিল। সেই ছবি দেখিয়ে তার বাবার বন্ধুর ছেলে, প্রতিবেশীদের প্রলুব্ধ করে। তার ফোন থেকে নির্যাতিতার নগ্ন ছবিও পাওয়া গেছে।

মেয়েটির যখন ১৬ বছর তখন সুবিন একটি নির্জন এলাকায় নিয়ে গিয়ে সেখানে যৌন নির্যাতন করেছিল। তারপর ফোনে সেই ঘটনার ভিডিও শ্যুট করে রেখেছিল। সেই ভিডিও দেখিয়ে মেয়েটিকে নিয়মিত যৌন নির্যাতন করেছে। তেমনই জানিয়েছে নির্যাতিতা।

তদন্তে জানা গিয়েছে, ভিডিওগুলি সুবিন তার বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করেছিল। বন্ধুদের ভিডিও দেখিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। তাতে কাজও হয়েছিল। সুবিনের বন্ধুরাও প্রলুব্ধ হয়ে মহিলাকে নির্যাতন করে বলে অভিযোগ। বারবার নির্যাতনের ফলে যার শিক্ষাগত পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই কারণে মেয়েটি প্রথমে একটি কাউন্সেলিং সেশনে গিয়েছিল। সেই সময় একটি নারী ক্ষমতায়ন সমষ্টির সামনে বিষয়টি প্রকাশ করে। পুলিশ আরও জানিয়েছে যে তারা প্রমাণ পেয়েছে যে মেয়েটি তার কোচ, সহকর্মী ক্রীড়াবিদ এবং সহপাঠী সহ ব্যক্তিদের দ্বারা শোষিত হয়েছিল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

বিএলও-দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, রাজ্য সরকারকে কড়া নির্দেশ শীর্ষ আদালতের
বন্দে মাতরম সম্পাদনা কি দেশভাগের কারণ? অমিত শাহের মন্তব্যে তোলপাড়