জানুয়ারিতেই বাড়ছে এই কর্মীদের মহার্ঘ ভাতা! সরকারি ভাবে হল ঘোষণা, জানুন কতটা বৃদ্ধি পেল ডিএ

এই  সরকারি কর্মচারীদের ৭ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে, ফলে মোট ডিএ ৩৯ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় এখনও ১৪ শতাংশ পিছিয়ে রয়েছেন 

Deblina Dey | Published : Jan 5, 2025 2:31 PM
114

অবশেষে এই মাসেই সরকারি কর্মচারীদের সুখের দিন এলো। বহু প্রতিক্ষীত মাহার্ঘ ভাতা বৃ্দ্ধির খবর। 

214

জানা গিয়েছে কেন্দ্রের সঙ্গে আরও কিছুটা তফাত কমিয়ে এই মাসেই বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ। 

314

যার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিল রাজ্যের সরকারি কর্মচারীরা। জেনে নেওয়া কেন্দ্রের সঙ্গে কতটা তফাতে আছেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা।

414

নতুন বছরের প্রথম মাসেই রাজ্যের সরকারি কর্মচারীদের বাড়ছে ডিএ বা মহার্ঘ ভাতা। 

514

মণিপুরা রাজ্যের এন বীরেন সিং এই কথা ঘোষণা করেছেন। 

614

তিনি জানিয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীদের ৭ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বাড়বে বছরের প্রথম মাসেই আর এর ফলে ৩২ শতাংশের বদলে রাজ্যের সরকারি কর্মচারীরা

714

মহার্ঘ ভাতা বেড়ে হল ৩৯ শতাংশ।

কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা এখন পাচ্ছেন ৫৩ শতাংশ ডিএ। 

814

এদিকে মণিপুরের রাজ্যের সরকারি কর্মচারীরা এই মাস থেকে ডিএ বাড়লে পাবেন ৩৯ শতাংশ।

914

অর্থাৎ এখনও সপ্তম বেতন কমিশেনর আওতায় থাকা কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে ১৪ শতাংশ পিছিয়ে আছেন মণিপুর রাজ্যের সরকারি কর্মীরা।

1014

এদিকে বাংলার রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির বিষয়ে এখনও পর্যন্ত কোনও কিছু ঘোষণা করেনি মমতা সরকার। 

1114

তবে কর্মীদের একাংশ এখনও আশা রাখছেন যে জানুয়ারিতে তাদেরও ডিএ বৃদ্ধির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

1214

এখনও বাংলার রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেত কমিশনেরর অধিনে আওয়ায় মাত্র ১৪ শতাংশ হারে ডিএ পান।

1314

এবার কেন্দ্রের বা মণিপুরের থেকেও কতটা পিছিয়ে রয়েছে বাংলার সরকারি কর্মচারীরা তা নিজেরাই হিসেব কষে দেখুন।

1414

বাংলার সরকারি কর্মীদের কবে এই সুদিন দেখবে এখন তারই অপেক্ষায় আছেন কর্মীরা। কবে তারাও তাঁদের বকেয়া ডিএ পাবেন সেটাই দেখার।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos