কুলুতে বাস দুর্ঘটনায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

  • কুলুতে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৪
  • নিয়ন্ত্রণ হারিয়ে একটি সরকারি বাস পড়ে যায় ৫০০ ফুট গভীর খাদে
  • কাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ২৫

Indrani Mukherjee | Published : Jun 21, 2019 7:50 AM IST

কুলুতে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৪। প্রসঙ্গত গতকাল রাতে হিমাচল প্রদেশের কুলু থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত গুশানিতে পৌঁছানোর পর বানজার তহশিলের ধোত মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সরকারি বাস পড়ে যায় ৫০০ ফুট গভীর একটি খাদে।

জানা গিয়েছে ওই সরকারি বাসটিতে যাত্রী সংখ্যা ছিলেন প্রায় ৭০ জন। কুলুর জেলাসাসক শালীনি অগ্নিহোত্রী জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন উদ্ধারকারী দল। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ২৫ জনের। কিন্তু আজ সকালে পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে বলে জানা গিয়েছে। কুলুর অতিরিক্ত এসপি রাজকুমার চান্দেল-এর কথায় দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪, ৩০-জনেরও বেশি ভর্তি রয়েছেন কুলুর জেলা হাসপাতালে।

হিমাচল প্রদেশের রাজ্যপাল আচার্য দেভরত এবং মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।   

 

মর্মান্তিক এই  দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে। 

Share this article
click me!