ট্রাইব্যুনালের নির্দেশে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৭৩০০ কোটি ফেরত দিতে হবে নীরব মোদীকে

  • পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কোটি টাকা সুদ-সমেত ফেরত দিতে হবে নীরব মোদীকে
  • ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনালের তরফে এই মর্মেই জারি হয়েছে চূড়ান্ত নির্দেশিকা
  • সুদ-সমেত ৭৩০০ কোটি টাকা ফেরত দিতে হবে নীরব মোদীকে
  • এদিন অর্ডারটি পাস করেছেন প্রিসাইডিং অফিসার দীপক ঠাক্কর
Indrani Mukherjee | Published : Jul 7, 2019 4:06 AM IST / Updated: Jul 07 2019, 10:50 AM IST

পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদী ও তার সহযোগীকে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৭৩০০ কোটি টাকা সুদ-সমেত ফেরত দিতে হবে। শনিবার পুণের ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনালের তরফে এই মর্মেই জারি হয়েছে চূড়ান্ত নির্দেশিকা। এদিন অর্ডারটি পাস করেছেন প্রিসাইডিং অফিসার দীপক ঠাক্কর।

মুম্বই-এর ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনালের অতিরিক্ত চার্জ নিয়েছেন ঠাক্কর। ট্রাইব্যুনালের অর্ডারে সাফ বলা হয়েছে যে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে এককভাবা বা কোম্পানির সঙ্গে যৌথভাবে, ৭০২৯,০৬,৮৭,৯৫০.৬৫ টাকা এবং এর ওপর বার্ষিক ১৪.৩০ শতাংশ হারে সুদ সহ টাকা নীরব মোদীকে ফেরত দিতে হবে। বিচারক আরও নির্দেশ দেন যে, এই আদেশ দেওয়ার এক মাসের মধ্যে সারা বিশ্বব্যাপী  নীরব মোদী এবং তাঁর সহযোগী তথা সংশ্লিষ্ট দল, পরিচালক, অংশীদার, কর্মকর্তাক স্থাবর এবং অস্থাবর সম্পত্তির সঠিক পরিমাণ প্রকাশ করেতে হবে। 

Latest Videos

প্রসঙ্গত নীরব মোদীর বিরুদ্ধে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে আরও প্রায় ১৭০০ কোটি টাকা প্রতারণার অভিযোগও রয়েছে। সেই মর্মে আরও একটি আদেশ দেওয়া হয় যেখানে বলা হয়েছে আগামী ২৭ জুলাই তারিখ থেকে ২৩২,১৫,৯২,৬৩৬ টাকা ১৬.২০ শতাংশ হারে সুদসহ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে ফেরত দিতে হবে। 

প্রসঙ্গত, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে কয়েক হাজার কোটি টাকা জালিয়াতির অভিযোগে নীরব মোদী এখন লন্ডনের একটি কারাগারে রয়েছেন।এখনও পর্যন্ত বেশ কয়েকবার তাকে এদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁর প্রত্যার্পণ মামলার নিষ্পত্তি না হলে, তাঁকে এখনই এদেশে নিয়ে আশা মুশকিল। 

Share this article
click me!

Latest Videos

কবে থেকে অ্যাকশন শুরু Bangladesh-এর বিরুদ্ধে? খোলসা করলেন Suvendu Adhikari
২০১৭ থেকে এদেশে...নথি জাল করে দেওয়ার অভিযোগে গ্রেফতার TMC কর্মী | Bangladeshi Arrest | Nadia News
খাদানের বক্স অফিসে সাফল্যে দর্শকদের হাত জড়ো করে ধন্যবাদ দেবের, দেখুন ভিডিও
Live : শেষ বিদায় ড. মনমোহন সিং | Last Rites of Former PM Dr. Manmohan Singh
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today