'দীপিকাকে সুপরামর্শ দেওয়ার জন্য় আমার মতো একজনের থাকা দরকার', এবার আসরে রামদেব

  • জেএনইউ নিয়ে এবার দীপিকাকে বিঁধলেন রামদেব
  • বললেন, দীপিকার উচিত তাঁর পরামর্শ নেওয়া
  • বললেন, দেশের সংস্কৃতি নিয়ে দীপিকার পড়াশোনা করা উচিত
  • রামদেবের এই পরামর্শ ভাল চোখে দেখছেন না অনেকেই 

তাঁর জেএনইউতে যাওয়া নিয়ে এবার খোঁচা দিলেন বাবা রামদেব সোমবার ইনদোরে কোনও রাখঢাক না-করে সরাসরিই  তিনি বললেন, " দীপিকাকে সুপরামর্শ দেওয়ার জন্য় আমার মতো একজনের থাকা দরকার"

সম্প্রতি জেএনইউতে গিয়ে ঐশী ঘোষদের আন্দোলনে তাঁর সংহতি জানান দীপিকা তারপরই দেশজুড়ে শুরু হয়ে যায় হইচই দীপিকার 'ছপক' বয়কটের ডাক দেয় গেরুয়া শিবিরের একটা বড়় অংশ স্মৃতি ইরানি দীপিকার রাজনৈতিক অবস্থান জানতে চেয়ে বলেন, দীপিকা কংগ্রেসের সমর্থক অন্য়দিকে নাগরিক সমাজের একটা বড় অংশ দীপিকার সমর্থনে এগিয়ে আসে জেএনইউতে যাওয়া নিয়ে দীপিকার সাহসকে কুর্নিশ করে তারা আর এরই মধ্য়ে মুক্তি দীপিকার নতুন ছবি 'ছপাক'

Latest Videos

এই পরিস্থিতিতে যোগগুরু রামদেবের এই মন্তব্য়কে ঘিরে প্রশ্ন উঠেছে সংশোধিত নাগরিকত্ব  আইনের পক্ষ নিয়ে এর আগে নরেন্দ্র মোদীর হয়ে আসরে  নেমেছিলেন সদগুরু তাতে করে যথেষ্ট বেকায়দায় পড়েছিলেন ওই সাধু এরপর, নাগরিকত্ব আইন নিয়ে না-হলেও জেএনইউ কাণ্ড নিয়ে গেরুয়া শিবিরের পক্ষ নিতেই দীপিকার বিরুদ্ধে মুখ খুললেন রামদেব,  মনে করছে রাজনৈতিক মহল

সোমবার ইনদোরে রামদেব বলেন," প্রথমে দীপিকার উচিত দেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে পড়াশোনা করা তারপর এই ধরনের বড়সড় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত" বলাই বাহুল্য়, এখানে  'বড়সড়' বিষয় বলতে জেএনইউতে গিয়ে ঐশী ঘোষদের আন্দোলনকে সমর্থন জানানোকেই বুঝিয়েছেন যোগগুরু শুধু তা-ই নয়, সেইসঙ্গে অভিনেত্রীর প্রতি রামদেবের উপদেশ, " দীপিকার দরকার আমার মতো একজনকে, যে ওকে সৎ পরামর্শ দেবে"

 গত ৫ জানুয়ারি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ে মুখোশ পরে হাতে হকির স্টিক আর লোহার রড নিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী।  যাতে গুরুতর আহত হন ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষ ও অধ্য়াপক সুচরিতা সেনতাঁদেরকে এইমসে ভরতি  করতে হয়ছাত্র সংসদের পক্ষ থেকে অভিযোগ ওঠে, ওই মুখোশধারী দুষ্কৃতীরা এবিভিপি-র সদস্যঅন্য়দিকে এবিভিপি-ও পাল্টা অভিযোগ তোলে বাম ছাত্রদের দিকেএমতাবস্থায়,  গত বুধবার  জেএনইউতে গিয়ে আন্দোলনরত পড়ুয়াদের সমর্থন জানান দীপিকাতারপরই দীপিকাকে বয়কটের ডাক দেয় গেরুয়া শিবিরে একাংশ ওই সময়ে তাঁর মুক্তিপ্রাপ্ত ছবি 'ছপাক' বয়কটের ডাক দেওয়া নিয়ে তোলপাড় হয় দেশজুড়েঅনেকেই দীপিকার সাহসের প্রশংসা করেনএদিকে এরই মধ্য়ে মুক্তি পায়'ছপাক'  আর মুক্তির সঙ্গেসঙ্গেই বক্স অফিসে কার্যত ঝড় তোলে। 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope