হাল আমলের ট্রাকেই আটকে পাকিস্তান! মুনিরের 'ফেরারি' মন্তব্যের পাল্টা কটাক্ষ রাজনাথের

Published : Aug 22, 2025, 10:45 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Rajnath on Asim Munir: ফেরারি বনাম ট্রাক ইস্যুতে ফের উত্তপ্ত ভারত-পাক রাজনীতি। পাক সেনাপ্রধানকে তীব্র কটাক্ষ ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Rajnath On Asim Munir: ফের পাকিস্তানের মুখে ঝামা ঘষল ভারত। পাক সেনা প্রধান অসীম মুনিরকে একহাত নিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পাকিস্তানকে পাল্টা জবাব রাজনাথের। সম্প্রতি পাকিস্তানের সেনা প্রধান আমেরিকায় বসে নিজের দেশের প্রশংসায় পঞ্চমুখ হন। এবং ভারতকে ছোটো করে দেখান। এমনকি ভারতকে ফেরারি গাড়ির সঙ্গে তুলনা করে ট্রাক দিয়ে পিষে ফেলার মন্তব্য করেন তিনি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল তৈরি হয়।

শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুনিরের কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ''ভাবতেও অবাক লাগে, সবাই নাকি বলে দুটি দেশের স্বাধীনতা একই সময়ে। কিন্তু ভারত যেখানে রাস্তায় ফেরারির মতো গাড়ি চালাচ্ছে, সেখানে পাকিস্তান হাল আমলের ট্রাকেই পড়ে আছে।'' এখানেই শেষ নয়, রাজনাথ আরও বলেন, ''ভারতের রাস্তায় এখন রাজকীয় ফেরারি গাড়ি চড়ে। ভারত যেখানে নিজেদের পরিশ্রম-মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে চলেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে ভারত। সেখানে পাকিস্তান এখনও মালবোঝাই ট্রাকেই আটকে রয়েছে।''

 

 

রাজনাথ সিংয়ের এই কথার মাধ্যমে স্পষ্ট যে, আদতে ভারতকে ফেরারি গাড়ির সঙ্গে তুলনা করে পাক সেনাপ্রধান অসীম মুনির নিজের দেশের ব্যর্থতাকেই স্বীকার করে নিলেন। পাকিস্তান যে এখনও পিছিয়ে রয়েছে তা মুনিরের কথাতেই স্পষ্ট। জানা গিয়েছে, গত জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পাক সেনা প্রধান অসীম মুনির। মার্কিন শিল্পপতির ডাকা নৈশভোজে উপস্থিত হয়ে সেদিন ভারতকে একহাত নেন তিনি। বলেছিলেন, ''ভারত হল ফেরারি গাড়ির মতো হাইওয়েতে উড়ে বেড়ায়। কিন্তু পাকিস্তান হল মালবোঝাই ট্রাক। দুটো গাড়ি একসঙ্গে রাস্তায় থাকলে কে জিতবে?''

অন্যদিকে, মুনিরের এই মন্তব্য নেটপাড়ায় ছড়াতে বয়ে যায় তুমুল সমালোচনার ঝড়। অসীমের এই মন্তব্য কার্যত পাকিস্তানকেই আরও খাটো চোখে দেখানো হয়েছে বলে পাল্টা মন্তব্য করেন নেটিজেনরা। আর তারপর আজ রাজনাথের কথায় কার্যত ইটের বদলে পাটকেল খেল পাকিস্তান।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়