
Delhi Blast Investigation : লাল কেল্লা বিস্ফোরণের পর তদন্ত তীব্র! লখনউয়ের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালাচ্ছে এনআইএ, উত্তর প্রদেশ এটিএস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। ডঃ শাহীন শহীদের লখনউয়ের বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে।
Delhi Blast Investigation : দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের পর তদন্ত আরও তীব্র হয়েছে। এনআইএ, উত্তর প্রদেশ এটিএস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ দল লখনউয়ের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
সূত্র অনুযায়ী, তদন্তকারীরা লখনউয়ের বাসিন্দা ডঃ শাহিন শহিদের বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালিয়েছে। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণ মামলার সূত্রে নতুন তথ্য পাওয়া যেতে পারে।
রাজধানী দিল্লি থেকে শুরু করে উত্তর প্রদেশ পর্যন্ত তদন্তের জাল ছড়িয়ে পড়েছে। এনআইএ জানিয়েছে, বিস্ফোরণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সূত্র তাদের হাতে এসেছে এবং তদন্ত দ্রুত এগিয়ে চলছে।