
Delhi Blast News: গ্রেফতার হলেন আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাওয়াদ আহমেদ সিদ্দিকি। দিল্লী বিস্ফোরণকাণ্ড নিয়ে একদিকে তদন্ত চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএ (delhi blast news)। এবার আরও এক কেন্দ্রীয় সংস্থা তথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দিল আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে (delhi blast news live)।
বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে মঙ্গলবার, গ্রেফতার করা হল আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাওয়াদ আহমেদ সিদ্দিকিকে। কেন্দ্রীয় সংস্থাটির একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে যে, সন্ত্রাসবাদীদের টাকা জোগানের মতো গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া গেছে এই সিদ্দিকির বিরুদ্ধে। ইতিমধ্যেই দিল্লী বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে একাধিক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
তারা কিন্তু কোনও না কোনওভাবে যুক্ত আছে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। তাদের মধ্যে আছে মুজ়াম্মিল আহমেদ, শাহীন শাহিদ এবং দিল্লী বিস্ফোরণের ‘মানববোমা’ উমর-উন-নবি।
এ যেন একেবারে হোয়াইট কলার টেরর মডিউল। ডাক্তার শেষে দেশদ্রোহী। সূত্রের খবর, দিল্লী পুলিশের অপরাধদমন শাখার দুটি এফআইআরের ভিত্তিতেই ইডি তদন্ত শুরু করে দিয়েছে। প্রথমটিতে অভিযোগ করা হয়েছে, আল-ফালাহ বিশ্ববিদ্যালয় ন্যাক (ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিশন কাউন্সিল)-এর স্বীকৃতি ছাড়াই তাদের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান চালাচ্ছে।
দ্বিতীয়ত, আল-ফালাহ কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে ন্যাক-স্বীকৃতির একটি মিথ্যা দাবি করেছেন। মঙ্গলবার রাতে, ইডি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, আল-ফালাহ গ্রুপের ঐ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তল্লাশি অভিযানের সময়, সংগৃহীত তথ্যপ্রমাণ এবং সেইসব নথির বিশদ বিশ্লেষণের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে সিদ্দিকিকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।