Delhi Blast News: ধাবায় রাত কাটানো, তারপর মসজিদের সামনেই বিশ্রাম? ৫০টি সিসিটি‌ভি ঘেঁটে ঘটনার পুনর্নির্মাণ

Published : Nov 13, 2025, 11:06 PM IST
Delhi Blast News: ধাবায় রাত কাটানো, তারপর মসজিদের সামনেই বিশ্রাম? ৫০টি সিসিটি‌ভি ঘেঁটে ঘটনার পুনর্নির্মাণ

সংক্ষিপ্ত

Delhi Blast News: ঘটনার আগের দিন রাত থেকে ঠিক পরের দিন সন্ধ্যা পর্যন্ত, ঐ গাড়িটি কোথায় কোথায় যায় এবং কী কী করে ড্রাইভার উমর? সবটা খতিয়ে দেখা হয়েছে। সূত্র মারফৎ জানা গেছে, ফুটেজে বেশ শান্তই দেখাচ্ছিল চালক উমর নবিকে।

Delhi Blast News: দিল্লী বিস্ফোরণকাণ্ডে এবার গোটা ঘটনার পুনর্নির্মাণ করেছেন গোয়েন্দারা (delhi blast red fort)। প্রায় ৫০টি সিসি ক্যামেরার ফুটেজ ঘেঁটে রাজধানীর লালকেল্লার সামনে বিস্ফোরণে উড়়ে যাওয়া সেই সাদা হুন্ডাই আই২০ গাড়ির পুরো যাত্রাপথের পুনর্নির্মাণ করে ফেলেছেন তদন্তকারীরা (delhi blast news live)। 

কী কী করে ড্রাইভার উমর?

ঘটনার আগের দিন রাত থেকে ঠিক পরের দিন সন্ধ্যা পর্যন্ত, ঐ গাড়িটি কোথায় কোথায় যায় এবং কী কী করে ড্রাইভার উমর? সবটা খতিয়ে দেখা হয়েছে। সূত্র মারফৎ জানা গেছে, ফুটেজে বেশ শান্তই দেখাচ্ছিল চালক উমর নবিকে। 

 

 

হরিয়ানার ফরিদাবাদ থেকে তিনি গাড়িটি দিল্লীতে নিয়ে আসেন। রাতে একটি ধাবার সামনে গাড়িতেই ছিলেন এবং একাধিকবার মসজিদের সামনে দাঁড়ান এবং প্রার্থনা করেন। উমর নিজে পেশায় একজন চিকিৎসক ছিলেন। 

ফরিদাবাদের আল ফালাহ্‌ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দিল্লী বিস্ফোরণকাণ্ডে এই বিশ্ববিদ্যালয়ের নাম উঠে আসছে বারবার। ধৃত একাধিক সন্দেহভাজনের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র রয়েছে। এটি কি জঙ্গিদের ঘাঁটি?

জানা যাচ্ছে, রবিবার রাতে ফরিদাবাদে প্রথমবারের জন্য দেখা যায় এই ঘাতক গাড়িটিকে। তখন গাড়িটি চালাচ্ছিলেন উমর নিজেই। মাত্র দু-সপ্তাহ আগে ঐ গাড়িটি কেনা হয়েছিল। তারপর দিল্লী-মুম্বই এক্সপ্রেসওয়ের উপর গাড়িটিকে ফের একবার দেখা যায়। 

 

 

সেখানে কিন্তু পরপর দুবার গাড়ি দাঁড় করায় উমর। প্রথমবার রাস্তার ধারে একটি ধাবার সামনে গাড়ি দাঁড় করিয়ে ডিনার করে উমর। এরপর একবার ফিরোজ়পুর জিরকা মসজিদে যেতে দেখা যায় তাঁকে। পরে কিন্তু আরও একটি খাবারের দোকানের সামনে ঐ গাড়ি দাঁড় করানো হয়। 

পূর্ব দিল্লী থেকে মধ্য দিল্লিতে চলে যায় সেই গাড়ি

সেখানেই গাড়ির ভিতর উমর রাত কাটায়। সোমবার সকাল ৮.১৩ মিনিটে, দিল্লীর বদরপুর টোল প্লাজ়া পেরিয়ে গোটা শহর গাড়িতে করে ঘুরে বেড়ায় উমর। একাধিক সিসিটিভি ফুটেজে তাঁকে দেখা যাচ্ছে। ওখলা, কনট প্লেস হয়ে পূর্ব দিল্লী থেকে মধ্য দিল্লিতে চলে যায় সেই গাড়ি। পরে উত্তর-পশ্চিম দিল্লীর অশোক বিহারেও তাঁকে দেখা যায়। 

বেলার দিকে সেখানেই একটি দোকানে খাবারও খায় সে। দুপুর ১টা নাগাদ উমর গাড়ি নিয়ে রওনা দেন মধ্য দিল্লীর দিকে। আসফ আলি রোডের একটি মসজিদের সামনে আবার কিছুক্ষণ দাঁড়ায়। 

 

 

প্রায় তিন ঘণ্টা পার্কিং লটে কাটিয়ে বিশ্রামের পর, মাঝে মাঝে ফোন দেখতে থাকেন উমর। তাঁর মোবাইলের কল রেকর্ডিং খতিয়ে দেখছে পুলিশ। বিকেল ৩.১৯ মিনিটে, লালকেল্লার সামনে সুনেহরি মসজিদের পার্কিংয়ে যায় উমরের গাড়ি। 

তারপর সন্ধ্যা ৬.২২ মিনিটে গাড়ি নিয়ে লালকেল্লা মেট্রো স্টেশনের দিকে এগিয়ে যান উমর। তারপর আরও আধঘণ্টা পর, ব্যস্ত রাস্তায় সেই গাড়িতে বিস্ফোরণ হয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল