৩ দাবিতে আজ থেকে 'দিল্লি চলো' অভিযানে অন্নদাতারা, কৃষকদের আটকাতে মরিয়া পুলিশ

সরকারে পাল্টা আন্দোলনকারী কৃষকের পক্ষ তেকে সরওয়ান সিং পান্ধে জনিয়েছেন, ১০১ জন আন্দোলনকারী কৃষক মৃত্যুবরণ করার পণ নিয়েই এই আন্দোলনে সামিল হয়েছে।

 

আজ, শুক্রবার কৃষকদের 'দিল্লি চলো'অভিযান। কৃষকদের মিছিলেন আগে জাতীয় রাজধানীতে নিরাপত্তা তুঙ্গে। সীমানা এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পিলিশ। পুলিশ আম্বালা-দিল্লি সীমানায় ব্যারিকেড দিয়েছে। কৃষকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ি শুক্রবার দুপুর ১টায় শম্ভু বর্ডার থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তারা। সম্মিলিত কিষান মোর্চা ও কিষান মজদুর মোর্চার উদ্যোগে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। দুটি সংগঠনই ফেব্রুয়ারি মাসে দিল্লি পৌঁছাতে বদ্ধপরিকর। যদিও দেশের অন্নদাতাদের আটকাতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে মোদী সরকার।

আম্বালা প্রশান BNSSএর ১৬৩ ধারা জারি করেছে। জেলায় পাঁচজন বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। শম্ভু সীমান্ত প্রতিবাদের জায়গায় নোটিশ টাঙান হয়েছে। আম্বালা কৃতপক্ষ জেলার সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল আপাতত বন্ধ করে দিয়েছে। শম্ভু সামানা এলাকা তিনটি রাস্তার সংযোগস্থলে। একটি যায় পঞ্জাবের দিকে। অন্যটি আম্বালা অর্থাৎ হরিয়ানায় যায়। এই এলাকায় দিয়ে গেছে ৪৪ নম্বর জাতীয় সড়ক। তাই অন্নদাতা সীমান্তে মোয়াতেন রাখা হয়েছে জলকমান।

Latest Videos

অন্যদিকে সরকারে পাল্টা আন্দোলনকারী কৃষকের পক্ষ তেকে সরওয়ান সিং পান্ধে জনিয়েছেন, ১০১ জন আন্দোলনকারী কৃষক মৃত্যুবরণ করার পণ নিয়েই এই আন্দোলনে সামিল হয়েছে। ১০১ জন কৃষকগের একটি জাঠা শম্ভু বর্ডার থেকেই দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করবে শুক্রবার দুপুর ১টার সময়।

কৃষকদের পক্ষ থেকে জানান হয়েছে, কৃষকদের মিছিলে কোনও ট্রাক্টর-ট্রলি থাকবে না। পায়ে হেঁটেই যারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। কৃষকদের সঙ্গে দুই থেকে তিন মাসের রেশন থাকবে বলেও জানিয়েছেন তাঁরা। তবে প্রতিবাদী কৃষক, নারী-পুরুষ-যুবক-বৃদ্ধ- এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা ট্রাক্টর-ট্রেলার, গাড়ি ও মোটরসাইকেলে যাতায়াত করবে। ১৩ ফেব্রিয়ারি থেকে আন্দোলনকারী অন্নদাতারা শম্ভু ও খানউরি সীমান্ত এলাকায় ক্যাম্প করে থাকবে।

এবার কৃষকরা কৃষি ঋণ মুকুব, কৃষকদের পেনশন চালুর সঙ্গে ফসলের নূন্যতম মূল্য বা এমএসপি-র আইনি গ্যারান্টির দাবিতে আন্দোলনে যাচ্ছে বলেও জানিয়েছেন। পাশাপাশি তাদের আরও দাবি শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিদ্যুতের শুল্কবৃদ্ধি না করা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Firhad Siddiqullah-র মতলব ফাঁস করলেন Suvendu Adhikari! #shorts #shortsvideo #shortsviral #shortsfeed
বন্ধ ঘর থেকে এ কী বের করলো পুলিশ! লোমহর্ষক ঘটনা Barasat-এ | North 24 Parganas News Today
নিজের জন্য কাঁচের প্রাসাদ বানাতে পারতাম, করিনি! দেশবাসীদের জন্য স্থায়ী বাড়ি দিয়েছি : PM Modi
‘Bangladesh যে ভাষা বোঝে সেই ভাষাতেই ওদের বোঝাতে হবে’ Suvendu Adhikari-র চরম হুঁশিয়ারি Yunus-কে
এবার পড়বে হাড়কাঁপানো ঠাণ্ডা! কবে থেকে? জানাল আলিপুর হাওয়া অফিস | Weather Update Today