হিংসাধ্বস্ত দিল্লি-কে ছন্দে ফেরাতে নতুন পুলিশ কমিশনার, পট্টনায়ককে সরিয়ে শ্রীবাস্তব

Published : Feb 28, 2020, 11:55 AM IST
হিংসাধ্বস্ত দিল্লি-কে ছন্দে ফেরাতে নতুন পুলিশ কমিশনার, পট্টনায়ককে সরিয়ে শ্রীবাস্তব

সংক্ষিপ্ত

দিল্লি পুলিশের কমিশনার বদল অমূল্য পট্টনায়ক-এর জায়গায় এলেন এসএন শ্রীবাস্তব চলতি সপ্তাহেই তাঁকে বিশেষ কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছিল ১৯৮৫-ব্যাচের এজিএমইউটি ক্যাডারের অফিসার তিনি  

দিল্লির হিংসার ঘটনা শুরু হওয়ার পরই গত মঙ্গলবার দিল্লির বিশেষ কমিশনার (আইনশৃঙ্খলা) হিসাবে নিযুক্ত করা হয়েছিল আইপিএস এসএন শ্রীবাস্তব-কে। শুক্রবার  স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে জানানো হয়েছে, দিল্লির পুলিশ কমিশনার পদে অমূল্য পট্টনায়ক-কে সরিয়ে এসএন শ্রীবাস্তব-কেই নতুন কমিশনার হিসাবে নিযুক্ত করা হল।

১৯৮৫-ব্যাচের এজিএমইউটি ক্যাডারের অফিসার এসএন শ্রীবাস্তব। এর আগে তিনি সিআরপিএফ-এ ছিলেন। রাজধানীর অশান্ত অবস্থায় গত সপ্তাহেই তাঁকে দিল্লি পুলিশে বদলি করা হয়েছিল। গত চারদিনে হিংসার ঘটনায় মোট ৩৮ জন নিহত হয়েছেন। সিআরপিএফ-এর আগে অবশ্য শ্রীবাস্তবের নগর পুলিশ বাহিনীতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

 

 

বিস্তারিত আসছে...

PREV
click me!

Recommended Stories

বিজেপির নতুন কার্যকরী সভাপতি নিতিন নবীন, জানুন সর্বকনিষ্ঠ সভাপতির বর্ণময় উত্থান
গোয়ায় দ্বিতীয় MH 60R হেলিকপ্টার স্কোয়াড্রন চালু করবে ভারতীয় নৌবাহিনী