৩২-এর গুজরাতি যুবককে বানিয়েছিলেন ৮০, এবার পুলিশের জালে 'বিল্লু বারবার'

৮০ বছরের বৃদ্ধের ছদ্মবেশে আমেরিকা যেতে গিয়ে ৩২ বছরের এক যুবক। এবার তাঁকে যিনি বৃদ্ধ সাজিয়েছিলেন সেই মেক আপ আর্টিস্টকেও গ্রেফতার করা হল। তাঁর নাম শামশের সিং হলেও তিনি বেশি পরিচিত বিল্লু বারবার নামে। তাঁর দোকান থেকে মেকআপের সামগ্রী চুলের রঙ সবই মিলেছে।

 

আম্রিক সিং নাম নিয়ে দিল্লি থেকে নিউ ইয়র্ক যেতে গিয়ে সিআইএসএফ-এর হাতে ধরা পড়েছিলেন জয়েশ প্যাটেল। তাঁকে জেরা করেই

গত সপ্তাহে ৮০ বছরের বৃদ্ধের ছদ্মবেশে আমেরিকা যেতে গিয়ে দিল্লি বিমানবন্দরে ধরা পড়েছিলেন ৩২ বছরের এক গুজরাতি যুবক। এবার তাঁকে যিনি ৮০ বছরের বৃদ্ধ সাজিয়েছিলেন সেই মেক আপ আর্টিস্টকেও পটেল নগর এলাকা থেকে গ্রেফতার করা হল। তাঁর নাম শামশের সিং হলেও জানা গিয়েছে তিনি বেশি পরিচিত বিল্লু বারবার নামে।

Latest Videos

আম্রিক সিং নাম নিয়ে দিল্লি থেকে নিউ ইয়র্ক যেতে গিয়ে সিআইএসএফ-এর হাতে ধরা পড়েছিলেন জয়েশ প্যাটেল। তাঁকে জেরা করেই জানা যায়, বিল্লু বারবার-এর কথা। এরপর রবিবারই গ্রেফতার করা হয় তাঁকে। পুলিশ জানিয়েছে তাঁর দোকানে তল্লাশি চালিয়ে কসমেটিক ও চুল রঙ করার সামগ্রি পেয়েছে।

গত শনিবার দিল্লি বিমানবন্দরে জাল পাসপোর্ট নিয়ে হুইল চেয়ারে করে ৮০ বছরের বৃদ্ধের ছদ্মবেশে এসেছিলেন জয়েশ প্যাটেল। কিন্তু সিকিওরিটি চেকিং-এর সময়ে ধরা পড়ে যান তিনি। সিআইএসএফ-এর সাব-ইন্সপেক্টর রাজবীর সিং জানান, নিরাপত্তারক্ষীদের সঙ্গে চোখে চোখ মেলাচ্ছিলেন না জয়েশ। আর তার থেকেই সন্দেহ দানা বেধেছিল। তারপরই তিনি ধরা পড়েছিলেন।

 

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
চার হাজার ভোটে হেরে গিয়েও MLA সুকান্ত পাল! বিস্ফোরক স্বীকারোক্তি তৃণমূল নেতার
Basanti News: আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত প্রাপকরাই! TMC-র বিরুদ্ধে কাটমানির অভিযোগ BJP-র | Canning
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata
Kolkata-র বুকে ফের বহুতল বিপর্যয়! Tangra-এ হেলে পড়লো আস্ত ৬ তলা বিল্ডিং, আতঙ্কে গোটা এলাকা | Kolkata