Delhi police crackdown on illegal immigration : দিল্লি দক্ষিণের ডিসিপি অঙ্কিত চৌহান জানিয়েছেন, বাংলাদেশি(Bangladeshi) নাগরিকদের সহায়তাকারী একটি বড় অবৈধ অনুপ্রবেশ নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে।
Delhi police crackdown on illegal immigration : দিল্লি দক্ষিণের ডিসিপি অঙ্কিত চৌহান জানিয়েছেন, বাংলাদেশি(Bangladeshi) নাগরিকদের সহায়তাকারী একটি বড় অবৈধ অনুপ্রবেশ নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। এই অভিযানে ৮ জন ভারতীয়সহ বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশ ও বসবাসে সাহায্য করছিল। তদন্ত চলছে, এবং চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজ চালানো হচ্ছে।