নাচ করে ভাইরাল দিল্লির ফাদার, দেখে নিন সেই ভিডিও

Published : Sep 21, 2019, 06:13 PM IST
নাচ করে ভাইরাল দিল্লির ফাদার, দেখে নিন সেই ভিডিও

সংক্ষিপ্ত

নাচ করে খবরের শীর্ষে এখন ফাদার ভাইরাল সেই ভিডিও রীতিমত এখন ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় দেখে নিন ভাইরাল সেই ভিডিও  

ফাদারকে আমরা চার্চে দেখতেই অভ্যস্ত। সেই ফাদারকেই যদি দেখা যায় নাচ করতে তাহলে কেমন লাগবে? এত ভাবার কিছু নেই কারণ এমনটাই হয়েছে দিল্লিতে। সেখানকারই এক ফাদার নাচ করে এখন খবরের শীর্ষে। ওনাম উৎসবে দক্ষিণী তারকা নিভিন পাউলির জনপ্রিয় 'লাভ অ্যাকশান' ছবির হিট গান 'কুডুক্কু' শোনা মাত্রই নাচতে শুরু করেন দিল্লির এক ফাদার। সোশ্যাল মিডিয়ায় ছাড়ার মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এমনকি সেই ভিডিও শেয়ার করেন খোদ নিভিন। 

ফাদার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমত এখন ঝড় তুলেছে। ভিডিওটি খুলতেই দেখা মিলছে দিল্লির ফাদার ম্যাথু কিঝাকেচিরা নাচছেন গানের তালে তালে। তাঁর নাচের সঙ্গী হিসাবে আছেন আরও দুই জন। আর তাঁদেরকে উৎসাহ দিচ্ছে সামনে উপস্থিত জনতা।   

 

তাঁর এই দুর্দান্ত নাচ ইতিমধ্যেই দেখে ফেলেছেন দুই লক্ষ ষাট হাজার নেটিজেনরা। প্রত্যেকেই তাঁর নাচের প্রশংসাও করেছেন। এই ঘটনা তবে প্রকাশ্যে আসা মাত্রই লজ্জা পেয়ে গিয়েছেন সেই ফাদার। এমনকি তিনি এও জানিয়েছেন সেই সময় তিনি নাচতে এতটাই মগ্ন ছিলেন যে কেও যে তাঁর ভিডিও করছে সেটা তিনি বুঝতেই পারেননি। 

PREV
click me!

Recommended Stories

মেসির ইভেন্টে সুপার সানডে মুম্বইতে, শচীন জার্সি উপহার দিয়ে লিখলেন 'দিনটা ছিল ১০/১০ '
নিতিন নবীনের নিয়োগ নিয়ে কটাক্ষ বিরোধীদের, কংগ্রেস বলল প্রক্রিয়ার অভাব