দিল্লি বিস্ফোরণ: লালকেল্লার কাছে 'ফিদাঁয়ে হামলা,' প্রাথমিক তদন্তে উঠে আসছে তথ্য

Published : Nov 11, 2025, 12:16 PM IST
Delhi Red Fort Blast

সংক্ষিপ্ত

Delhi Blast News: সোমবার সন্ধেবেলা দিল্লিতে বিস্ফোরণের পরেই শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই এই বিস্ফোরণের চক্রান্তের বিষয়ে নানা তথ্য উঠে আসছে। যত বেশি সম্ভব সাধারণ মানুষকে মেরে ফেলাই এই বিস্ফোরণের লক্ষ্য ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

DID YOU KNOW ?
চিকিৎসকরাই জঙ্গি!
একাধিক চিকিৎসক মিলে জঙ্গি কার্যকলাপের চক্রান্ত করেছিল বলে অভিযোগ উঠেছে। কয়েকজন সন্দেহভাজন চিকিৎসককে গ্রেফতারও করেছে পুলিশ।

Delhi Blast Updates: প্রাথমিক পরিকল্পনা ছিল অন্য। কিন্তু গোয়েন্দারা ফরিদাবাদে (Faridabad) জঙ্গিদের চক্রান্তের কথা জানতে পারার পর একাধিক ব্যক্তিকে গ্রেফতার করতেই পরিকল্পনা বদলে যায়। তখন বিস্ফোরণের চক্রান্ত করে ড. উমর মহম্মদ (Dr. Umar Mohammad)। সে গাড়িতে বিস্ফোরক ও ডিটোনেটর ভরে বিস্ফোরণ ঘটায়। এই হামলা 'ফিদাঁয়ে' বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে দিল্লি পুলিশ (Delhi Police)। সন্ধেবেলা লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটানোর কারণ হল, ওই সময় সেখানে গাড়ি ও মানুষের সংখ্যা বেশি থাকে। যত বেশি সম্ভব মানুষকে মেরে ফেলাই বিস্ফোরণের লক্ষ্য ছিল। অন্য কোনও জায়গায় বিস্ফোরণ ঘটানো লক্ষ্য ছিল কি না, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কারণ, যে গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটা ধীরগতিতে চলছিল।

সন্দেহভাজন জঙ্গিরা ধরা পড়ার পরেই বিস্ফোরণ

জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) ও হরিয়ানা পুলিশের (Haryana Police) যৌথ অভিযানে ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছে ৩৬০ কেজি বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র। গ্রেফতার হয়েছে দুই সন্দেহভাজন ড. আদিল আহমেদ রাদার (Dr. Adeel Ahmad Rather) ও ড. মুজাম্মিল শাকিল (Dr. Mujammil Shakil)। তারা 'হোয়াইট কলার টেরর মডিউল' গড়ে তুলেছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এই জঙ্গি মডিউলের সঙ্গে আর কারা জড়িত ছিল, তারা দেশের অন্য কোথাও জঙ্গি হামলা চালানোর চক্রান্ত করছে কি না, সে বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

তদন্তে একাধিক সংস্থা

জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency), দিল্লি পুলিশ-সহ একাধিক সংস্থা এই বিস্ফোরণের তদন্ত করছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উমরের দুই সঙ্গী বিস্ফোরণে সাহায্য করেছে। আরও কেউ এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল কি না, সে বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। লালকেল্লার কাছে যেখানে বিস্ফোরণ ঘটেছে, সেখানে র‍্যাফ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মাধ্যমে বিস্ফোরণের প্রকৃতি জানা যাবে বলে আশা করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩৬০
হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছে ৩৬০ কেজি বিস্ফোরক।
দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের আগেই হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছে ৩৬০ কেজি বিস্ফোরক।
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: শীতে জুবুথুবু বঙ্গ, একধাক্কায় কলকাতায় পারদ পতন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস- আরও ঠান্ডার পূর্বাভাস
পুতিনকে দেওয়া মোদীর ৬টি উপহার দেখুন ছবিতে, তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত এই জিনিসটি