
Delhi Masjid : দিল্লির তুর্কম্যান গেট এলাকায় ফয়েজ-ই-ইলাহি মসজিদের পাশে বড়সড় উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। ৩০টির বেশি বুলডোজার দিয়ে সরানো হলো অবৈধ নির্মাণ। উত্তেজনার আশঙ্কায় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেসিবি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও চলছে।
Delhi Masjid : তুর্কম্যান গেটে মাঝরাতে বুলডোজার অভিযান। দিল্লির ফয়েজ-ই-ইলাহি মসজিদের আশেপাশে থাকা অবৈধ দখল উচ্ছেদ করল পুলিশ। এলাকা বর্তমানে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা এবং জারি করা হয়েছে ১৪৪ ধারা। ধ্বংসস্তূপ সরাতে এখনো কাজ করছে একাধিক জেসিবি মেশিন। দেখে নিন বর্তমান পরিস্থিতির সব খবর।