Viral Video: ভারী লেহেঙ্গায় নয়, বরং রাত-পোশাকেই সাতপাক ঘুরতে চান কনে

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক বিয়ের কনের ভিডিও। সেখানে দেখা গিয়েছে, মাথায় হাত দিতে সোফায় বসে কার্যত আধ-শোয়া হয়ে গিয়েছেন ওই যুবতী। তাঁর পরনে রয়েছে ভারী লেহেঙ্গা এবং তার সঙ্গে মানানসই ভারী গয়না। 

বিয়ে (Marriage) মানেই জমকালো সাজ আর ভারী পোশাক (Heavy Dress)। প্রায় গোটা দিনই সেই পোশাক বয়ে বেরাতে হয়। কিন্তু, দীর্ঘক্ষণ ওই পোশাক পরে থাকার ফলে বেশ চাপ হয়ে যায় কনেদের (Bride)। অবশ্য লোকলজ্জার খাতিরে ওই একটা দিন তাদের সব কিছুই মুখ বুজে সহ্য করে যেতে হয়। কিছুই করার থাকে না। আর সেসব ভারী পোশাক পরিবর্তন করে রাত-পোশাক বা নাইট স্যুট (Night Suit) পরার পর যে ঠিক কী আরাম হয়, তা ভাষায় প্রকাশ করা যায় না। আসলে কিছু কিছু মনের ভাব ঠিক যেন প্রকাশ করা যায় না। প্রায় কম বেশ সব কনেই বোধহয় এই উপলদ্ধি করেছেন। রাতের পোশাকের মাহাত্ম্য তারা ওইদিন ঠিক বুঝতে পেরেছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে এক বিয়ের কনের ভিডিও। সেখানে দেখা গিয়েছে, মাথায় হাত দিতে সোফায় বসে কার্যত আধ-শোয়া হয়ে গিয়েছেন ওই যুবতী। তাঁর পরনে রয়েছে ভারী লেহেঙ্গা এবং তার সঙ্গে মানানসই ভারী গয়না। পাশাপাশি ভারী মেপআপও রয়েছে। আর এই সব মিলিয়ে তিনি যেন হাঁপিয়ে উঠেছেন। তাই দীর্ঘক্ষণ এই পোশাক পরে থাকার ফলে আর পারছিলেন না। ওই কারণে সোফায় বসে শরীর ছেড়ে দিয়েছিলেন তিনি। এমন দৃশ্য দেখে এগিয়ে এসেছেন কনের এক আত্মীয়।

Latest Videos

 

 

ভিডিওতে কনের উদ্দেশ্যে এক যুবতীকে বলতে শোনা গিয়েছে, ‘দিদি আপনার কী চাই?’ স্বভাবতই বিয়ের কনে এমন হাঁপ ছেড়ে বসে পড়েছেন দেখে তাঁর কী অসুবিধা হচ্ছে জানতে এগিয়ে এসেছেন অনেকেই। কিন্তু প্রশ্নের জবাবে বিয়ের কনে যা বলেছেন, তা শুনে আর হাসি চেপে রাখতে পারছেন না কেউই। ‘দিদি আপনার কী চাই?’ প্রশ্নের জবাবে মুচকি হেসে কনের জবাব ‘নাইট স্যুট’। তাঁর চোখে মুখে স্পষ্ট বোঝা গিয়েছে যে এত ভারী লেহেঙ্গা পরে হাঁপিয়ে গিয়েছেন। এবার তাই পোশাক বদলে আরামদায়ক ঢিলেঢালা রাত-পোশাক পরতে চান তিনি।

নতুন কনের এ হেন আবদার শুনে চমকে গিয়েছেন প্রশ্ন করা ওই যুবতীও। বরং কনেকে বুঝিয়ে তিনি বলছেন,‘কিন্তু এবার তো কাপল শ্যুট হবে, কাপশ্যুট করাবেন না?’ এরপরেও হাসতেই দেখা গিয়েছে বিয়ের কনেকে। যেন মুখে কিছু না বলেই কার্যত হাসি দিয়েই বুঝিয়ে দিচ্ছেন যে আর তিনি পারছেন না। শরীর একেবারে খারাপ হয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিও। নাইট স্যুট পরে বিয়ের সাতপাক ঘুরতে চাওয়া কনেকে দেখে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরাও। জানা গিয়েছে, সোফায় গা এলিয়ে আসলে সাতপাকের জন্যই অপেক্ষা করছিলেন ওই যুবতী। সেই সময়েই নাইট স্যুট পরতে চেয়েছেন তিনি। আসলে ওই ভারী লেহেঙ্গা পরে আর ঘোরার ক্ষমতা নেই তাঁর। তার পরিবর্তে নাইট স্যুচ পরেই সাত পাক ঘোরার আর্জি জানিয়েছেন তিনি। 

Share this article
click me!

Latest Videos

'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata
'BSF রেডি! মোল্লা ইউনূস BGB-কে উস্কানি দিচ্ছে' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari | Bangladesh
Cinderella-র অবতারে নজর কাড়লেন Uorfi Javed! দেখুন #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
‘India ফুঁ দিলে Bangladesh উড়ে যাবে’ Muhammad Yunus-কে চরম হুঁশিয়ারি Agnimitra Paul-এর, দেখুন
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata